Saif Ali Khan Attack: নিজ বাসভবনে আক্রান্ত অভিনেতা সইফ আলি খান, কী বলছেন স্ত্রী করিনা?

বুধবার গভীর রাতে নিজ বাসভবনে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা সইফ আলি খান। সেদিন গভীর রাতে তার বাড়িতে আচমকাই ঢুকে পড়েন এক অনামি ব্যক্তি। অভিনেতাকে সামনে পেয়ে এলোপাথাড়ি ছুরি চালায় সে। এই ঘটনায় আহত হন অভিনেতা। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে অবশেষে মুখ খুললেন তার স্ত্রী অভিনেত্রী করিনা কাপুর খান। 

 

বৃহস্পতিবার গুরুতর অবস্থায় সাইফকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। প্রায় আড়াই ঘন্টা অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি বিপদমুক্ত। কিন্তু এবিষয়ে সাধারণ মানুষের অত্যাধিক উৎসাহে বিরক্তি প্রকাশ করেছে তার পরিবারের লোকেরা। 

 

এবিষয়ে অভিনেতার স্ত্রী করিনা কাপুর খান সমাজমাধ্যমে লেখেন, এই দিনটা পরিবারের জন্য সত্যিই কঠিন একটা দিন এবং এখনও তাঁরা পর পর এক একটি ঘটনাকে বোঝার চেষ্টা করছেন। এই কঠিন সময়ে তিনি সংবাদমাধ্যম এবং পাপারাৎজ়িদের ভুয়ো খবর এবং গুজব থেকে দূরে থাকতে বিনীত ভাবে অনুরোধ করেছেন। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...