বিপদ কাটিয়ে অবশেষে বাড়ি ফিরে এলেন অভিনেতা সইফ আলি খান। ২১ জানুয়ারি, মঙ্গলবার নিজ বাসভবন সৎগুরু শরণ আবাসনে ঢুকতে দেখা গেছে তাঁকে। ছবিশিকারিদের ক্যামেরায় হাসিমুখে হাতও নেড়েছেন তিনি।
গত বৃহস্পতিবার ভোরে সইফ আলি খান আহত অবস্থায় ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। তাঁর বাসভবন সৎগুরু শরণ আবাসনে এক অপরিচিত ব্যক্তি আচমকাই হামলা চালায় তাঁর উপর। পুলিশি তল্লাশির পর সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কিন্তু এই ঘটনায় গুরুতর আহত হন সইফ। প্রায় আড়াই ইঞ্চি ছুরির ফলা তাঁর পিঠে বিঁধে ছিল। এরপর চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে সইফের সফল অস্ত্রোপচার হয়। অবশেষে পাঁচ দিন পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি। সইফকে হাসপাতাল থেকে নিয়ে যেতে এসেছিলেন স্ত্রী করিনা কপূর ও মা শর্মিলা ঠাকুর।
মঙ্গলবার বিকেলে সৎগুরু শরণ আবাসনে ঢুকতে দেখা যায় তাঁকে। তাঁর পরনে ছিল সাদা শার্ট, জিন্স। বাঁ হাতের কব্জিতে বাধা ব্যান্ডেজ। ছোট করে ছাঁটা চুল, পরিষ্কার কামানো দাড়ি। বীরবিক্রমে একেবারে সোজা হেঁটে বাড়িতে ঢুকলেন অভিনেতা। তাঁকে দেখে বোঝার উপায় নেই যে, কিছুদিন আগেও গুরুতর অসুস্থ ছিলেন তিনি।
প্রথমে বলা হয়েছিল, সৎগুরু শরণ আবাসনে না গিয়ে সইফ যাবেন পাশের একটি আবাসনে। সেখানে ২০২১ সালের আগে থাকতেন তিনি। কিন্তু এ দিন তাঁকে সৎগুরু শরণেই ঢুকতে দেখা যায়। মূল ফটকের বাইরে থাকা ছবিশিকারিদের উদ্দেশ্যে হাত নেড়ে নমস্কারও জানান অভিনেতা। বুড়ো আঙুল তুলে স্পষ্ট বোঝান যে, তিনি একেবারে সুস্থ। প্রিয় অভিনেতাকে সুস্থ দেখে স্বস্তির নিশ্বাস ফেলেছে তাঁর অনুরাগীরা।