বিশিষ্ট সাহিত্যিক কিরণ নাগরকরের জীবনাবসান

চলে গেলেন প্রখ্যাত সাহিত্যিক ও নাট্যকার কিরণ নাগরকর। ব্রেইন স্ট্রোকের পর মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়, সেখানেই চলছিল তাঁর চিকিৎসা। বৃহস্পতিবার ৭৭ বছর বয়সে, সেই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রখ্যাত শিল্পী। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরেই মৃত্যু বলে জানা গেছে।

১৯৪২ সালে মুম্বইয়ের এক নিম্ন-মধ্যবিত্ত মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবনের অধিকাংশ সময়ই কাটে মুম্বই ও পুনেতে। ১৯৭৪ সালে বত্রিশ বছর বয়সে প্রকাশিত হয় তাঁর প্রথম মারাঠি উপন্যাস ‘সাত সক্কম ত্রেচালিশ’, যা মারাঠি সাহিত্যের ল্যান্ডমার্ক হিসেবে বিবেচিত হয়ে থাকে। পরে ‘সেভেন সিক্সেস আর ফোর্টি’ নামে উপন্যাসটি ইংরেজিতে অনুদিত হয়। ইংরেজি ও মারাঠি দুটি ভাষাতেই তিনি রেখে গেছেন তাঁর অবদান।

ঔপন্যাসিকের পাশাপাশি তিনি ছিলেন নাট্যকার, চলচ্চিত্র ও নাট্য সমালোচক। মারাঠি ও ইংরেজি ভাষায় বিরাট অবদানস্বরূপ তাঁকে উত্তর ঔপনিবেশিক ভারতের অন্যতম গুরূত্বপূর্ণ লেখক হিসেবে গণ্য করা হয়। আরেকটি উপন্যাস ‘রাবণ ও এডি’ (Ravan and Eddie) ১৯৯৪ সাল পর্যন্ত প্রকাশের মুখ দেখেনি, প্রথমে উপন্যাসটি মারাঠি ভাষায় লিখতে শুরু করলেও ইংরেজি ভাষায় উপন্যাসটি শেষ করেন কিরণ। তারপর থেকে প্রতিটি উপন্যাসই ইংরেজিতে লিখেছেন তিনি। ১৯৯৭ সালে প্রকাশিত তৃতীয় উপন্যাস কাকওল্ড (Cuckold) তাঁকে সাহিত্য আকাদেমী পুরষ্কার এনে দেয় ২০০১ সালে । মিস্টিক কবি মীরাবাঈয়ের স্বামী ভোজ রাজ’কে কেন্দ্র করে উপন্যাসটি রচিত। অসংখ্য ভাষায় অনুবাদের পাশাপাশি ইউরোপ ও ভারতের অন্যতম শ্রেষ্ঠ কনটেম্পোরারি উপন্যাস হিসেবে তা মান্যতা পায়।

পরবর্তী উপন্যাস ‘গড’স লিটল্‌ সোলজার’ (God’s little soldier) লিখতে তিনি ৯ বছরের লম্বা বিরতি নেন। উপন্যাসটির প্রেক্ষাপট রচিত এক উদারনৈতিক মুসলিম বালককে কেন্দ্র করে, যা ২০০৬ সালে মুদ্রিতাকারে প্রকাশিত হয়। ২০১২ তে ‘দ্য এক্সট্রাস’ প্রকাশিত হয়, যা ছিল ‘রাবণ ও এডি’র সিক্যুয়েল তথা পরবর্তী পর্ব। এই সিরিজের তৃতীয় তথা অন্তিম পর্বটি ২০১৫ সালে ‘রেস্ট ইন পিস’ (Rest In Peace) শিরোনামে প্রকাশিত হওয়ার সাথে ট্রিলজির সমাপ্তি ঘটে। চলতি বছরে তাঁর শেষ উপন্যাস ‘দ্য আর্সনিস্ট’ (The Arsonist) প্রকাশিত হয়, যা মারাঠিতেও অনুবাদ করা হয়েছে।

১৯৭৮ সালে ‘মহাভারত’কে কেন্দ্র করে ‘বেডটাইম স্টোরি’ নাটকটি লেখেন নাগরকর। নাটকটি সামনে আসলে বিস্তর জল্পনা চলে তা নিয়ে। কয়েকটি ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীগুলি প্রায় ১৭ বছর নাটকটি নিষিদ্ধ রাখে। ‘বেডটাইম স্টোরি’ ছাড়াও আরও বেশ কিছু নাটক লিখেছেন কিরণ, ‘স্ট্রেঞ্জার অ্যামংস্ট আস’ (Stranger amongst us) যার মধ্যে বিখ্যাত। এছাড়া বেশ কিছু চিত্রনাট্য রচিত হয়েছে তাঁর কলমে। ‘দ্য ব্রোকেন সার্কেল’, ‘দ্য উইডো অ্যান্ড হার ফ্রেন্ডস্‌’ এবং ‘দ্য এলিফ্যান্ট অ্যান্ড দ্য মাউস’ এর চিত্রনাট্য লেখেন তিনি।

২০১২ সালে জার্মানির সর্বোচ্চ সন্মান ‘অর্ডার অফ মেরিট অফ দ্য ফেডেরাল রিপাবলিক অফ জার্মানি’ সন্মানে ভূষিত হন কিরণ নাগরকর।   

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...