শহিদ নগর সার্বজনীন দুর্গোতসব | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

সাবেকিথিম – এই দুইয়ের মেলবন্ধনে পুজো হয়েছে এরকম আমরা অনেক কম ক্লাবেই দেখে থাকি। কিন্তু দুই বিপরীত মেরুই একে অপরকে আকর্ষণ করে বেশি। আর এক্ষেত্রে থিম ও সাবেকির মিলনে যে দুর্গাপুজো একেবারে জমজমাট হতে পারে তা বলাই বাহুল্য। আর তাই করে দেখাচ্ছে শহীদ নগর সার্বজনীন দুর্গোৎসব।‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডাজিয়ো বাংলাস্টুডিওতে উপস্থিত ছিল শহিদ নগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি।

সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন কমিটির মহিলা সদস্য শ্রীনন্দী চ্যাটার্জি এবং সহ-সম্পাদক দেবজ্যোতি ঘোষ।এই বছর শহীদ নগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর ৭০তম বর্ষ হতে চলেছে। আর অন্যান্য বছরের মত এই বছরেও বেশ বড় চমক দিতে চলেছে তারা। পুজোর প্যান্ডেল তারা বৌদ্ধদের প্যাগোডার আদলে তৈরি করতে চলেছে। আর প্যান্ডেলের ভিতরে মা দুর্গার পঞ্চদুর্গা রুপ দেখতে পাওয়া যাবে।

শহীদ নগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর শুভ উদ্বোধন হতে চলেছে চতুর্থীর দিন। উদ্বোধনের দিন ছাড়াও পুজোর বাকি কয়েকদিনও চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভোগের ব্যবস্থা করতে চলেছে তারা।তাহলে থিম ও সাবেকির এক দারুন মেশালি দেখতে আসতেই হবে শহিদ নগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...