সাহাপুর পঞ্চবটীতলা সম্মিলনী | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে জিয়ো বাংলা স্টুডিওতে উপস্থিত ছিলেন সাহাপুর পঞ্চবটীতলা সম্মিলনীর সদস্যবৃন্দ। পুজোর আড্ডা @ জিয়ো বাংলা অনুষ্ঠানে সঞ্চালক ইকেবানার সাথে আড্ডায় হাজির ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী সুজয় রায়, এই বছরের থিম শিল্পী সুবীর সাহা এবং ক্লাবের যুগ্ম সম্পাদক শ্রী সৌরভ সাউ। তারা জানালেন, হীরক জয়ন্তী বর্ষে দাঁড়িয়ে এই ক্লাবের থিম 'শুদ্ধি'।

এই সম্পর্কে শিল্পী জানায়, প্রতি মানুষের এই পৃথিবীতে কিছু না কিছু  কাজ রয়েছে। কিন্তু কিছু মানুষ স্বার্থপর হয়ে সেই কাজ করা থেকে নিজেকে বিরত রাখে। সেক্ষেত্রে মানুষ যখন ষড়রিপু এবং পঞ্চকোষ থেকে বেরিয়ে আসতে পারে তখন তার শুদ্ধিকরণ হয়ে থাকে। সেই শুদ্ধিকরণের পথই দেখাবে এবার এই ক্লাব। নানা প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরী হচ্ছে এবারের মণ্ডপ। বাঁশ, প্লাইউড, প্রাকৃতিক রং, পেপার পাল্প প্রভৃতি দিয়ে গড়ে উঠছে মণ্ডপ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিমা হচ্ছে সম্পূর্ণ থিমের সাথে সামঞ্জস্য রেখেই।

এক্ষেত্রে যোগিনী মুদ্রায় অধিষ্ঠান করতে দেখা যাবে দেবীকে। ভিড় সামলানোর জন্য বাইরে থেকে কোনো সিকিউরিটি গার্ড আনার কথা ভাবেননা এই ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩রা অক্টোবরের দিন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার সাথে সাথে উন্মোচিত হবে মণ্ডপের দরজা। সারাবছর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও পুজোর সময় বাঙালিয়ানার ছাপ রাখা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে ক্লাবের পক্ষ থেকে।

ভোগের ক্ষেত্রেও বাঙালিয়ানা ধরে রাখতে চায় এই ক্লাব। অষ্টমীর দিন বাঙালি ঘরানার ভোগ উৎসর্গ করা হয় মায়ের পায়ে। নিজের শুদ্ধিকরণ করতে চাইলে একবার তো দেখে আসতেই হবে এই পুজোটি। দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রোয়ে উঠে নামতে হবে রবীন্দ্র সরবর মেট্রো। সেখান থেকে বাস বা অটো ধরে অজন্তা সিনেমা হল, সেখান থেকে সামান্য হাঁটা পথে পৌঁছে যেতে পারেন এই পূজা মন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...