গঙ্গাসাগর মেলায় এবার ভাসমান বাঁধ

আসন্ন গঙ্গাসাগর মেলায় শরণার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে এক নতুন পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।  আর কয়েকদিনপরই মকর সংক্রান্তি উপলক্ষে বহু মানুষের সমাগম ঘটবে গঙ্গা ও বঙ্গপো সাগরের এই মোহনায়।  অতীতে পুণ্যস্নান সারতে গিয়ে ডুবে মৃত্যু হওয়ার ঘটনায় কম নয়। দর্শনার্থীদের নিরাপত্তার বেড়াজালে  ঘিরে রাখলেও, সলিল সমাধির ঘটনা আটকানো যায় না।  তাই একদিকে মানুষের ঢল সামলানো ও অন্যদিকে জলে ডুবে মৃত্যু রুখতে  এবার ‘ফ্লোটিং ব্যারিয়র’ বা ভাসমান বাঁধ,  দিতে চলেছে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন কর্তৃপক্ষ। 

সাগরের বেশ কিছুটা জায়গা জুড়ে এই ভাসমান বাঁধ তৈরী করার পরিকল্পনা করেছেন তারা। দুই নম্বর সমুদ্রতট থেকে চার নম্বর সুমদ্রতট অবধি বিস্তৃত থাকবে ৮৫০ মিটারের এই বাঁধ।   যার মধ্যেই পুণ্যস্নান সারতে হবে দর্শানার্থীদের।  যাতে কেউ সেই বাঁধ টপকে যেতে না পারে, তার দিকেও কড়া নজর রাখা হবে বলে জানানো হয় কর্তৃপক্ষোর তরফ থেকে।আসন্ন মকর সংক্রান্তির (১৫ ই জানুয়ারি ২০২০) আগেই এই বাঁধ দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে বলে জানান  গঙ্গাসাগর বকখালি উন্নয়ন কর্তৃপক্ষ। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...