Safest City In The World: পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্থান কোনটি?

পৃথিবীর নানা দেশ প্রতিমুহূর্তে লড়াই করে চলছে সুস্থ, স্বাভাবিক, বাসযোগ্য হয়ে উঠতে। যেখানে সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারে। কিন্তু বর্তমান সময়ে মানুষ তথা নারী সুরক্ষা বারংবার প্রশ্নের মুখে পড়ছে। তবে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্থান কোনটি? এমন কোথায় মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবে? আসুন জেনে নেওয়া যাক।

 

হাইলাইটসঃ
১। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্থান আবু ধাবি
২। তথ্য অনুযায়ী, এই শহরের নিরাপত্তা স্কোর ৮৮.২
৩। এখানে অপরাধের স্কোর মাত্র ১১.৮

 

ক্রাইম অ্যান্ড সেফটি ইনডেক্স- এর তথ্য অনু্যায়ী, বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হল সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবি। এছাড়াও ইকোনমিস্ট ইন্টেলিজ্যান্স ইউনিটের গ্লোবাল লিভ্যাবিলিটি ইনডেক্স অনুযায়ী, আবু ধাবি পশ্চিম এশিয়া এবং আফ্রিকার সবচেয়ে বাসযোগ্য শহর। তথ্য অনুযায়ী, এই শহরের নিরাপত্তা স্কোর ৮৮.২ ও এখানে অপরাধের স্কোর ১১.৮ ।

এই কারণে বর্তমান যুগে সবচেয়ে নিরাপদযোগ্য শহর হল আবু ধাবি। মরুভূমির উপর গঠিত এই শহর বসবাসযোগ্য তো বটেই, সাথে এটি পর্যটকদের ঘুরতে যাওয়ার ক্ষেত্রে প্রধান আকর্ষণ। প্রত্যেক বছর হাজার হাজার মানুষ এই শহরে ছুটি উপভোগ করার উদ্যেশ্যে পাড়ি জমায়। এই জন্য আবু ধাবি জুড়ে পর্যটন শিল্প দিনের পর দিন আরও উন্নত হয়ে উঠছে। নিরাপত্তা সুনিশ্চিতের কারণে এটি সাধারণ মানুষের প্রথম পছন্দের শহরের তালিকাভুক্ত হয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...