নিরাপদ ইন্টারনেট দিবস

অনলাইন সেফটি ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হল সেফার ইন্টারনেট ডে২০০৪ সাল থেকে শুরু হয়েছিল এই পথচলা। তারপর ধীরে ধীরে এগোতে থাকে এবং ভাঙতে থাকে সব সীমানা। সমস্ত বিশ্বজুড়ে মোট ১৪০ দেশে আজকের দিনে পালিত হয় এই সেফার ইন্টারনেট ডে। সোশ্যাল মিডিয়ার নানা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা নিয়েই থাকে এই কর্মসূচি। ডিজিট্যাল মিডিয়ায় তৈরী হওয়া নানা সমস্যাই এই প্রকল্পের মূল বিষয়বস্তু। একটি সুন্দর ইন্টারনেট তৈরির উদ্দেশ্যে ‘ইনসাফ’ নামক একটি সংস্থা এবং বিভিন্ন ন্যাশনাল সেন্টার, বিভিন্ন সচেতনতা ও শিক্ষামূলক প্রচারের পথ নিয়েছে। তৈরী হয়েছে নানা হেল্পলাইন। তারা যুব সমাজের খুব কাছ থেকে কাজ করছে যাতে যথাযথভাবে সচেতনতার প্রচার করা যায়। নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে গুগল তার হোম পেজের একবারে নিচের দিকে এই দিনটি স্মরণীয় করে রাখার চেষ্টা করেছে। এই বিশেষ দিনে গুগলের তরফ থেকে স্পেশাল সিকিউরিটি চেকের ব্যবস্থাও করা হয়েছে। চারদিকে ধীরে ধীরে বেড়ে ওঠা সাইবার ক্রাইম ঠেকাতেই এই পদক্ষেপ। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...