স্টিকার বাধ্যতামুলক

প্রত্যেক যানবাহনে‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর স্টিকার এবার ব্যাধ্যতামুলক করল রাজ্য সরকার। বুধবার বাংলাশ্রী প্রকল্পের উদ্বোধনে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যবাসীর মধ্যে পথ-সচেতনতা বাড়াতে এই পদক্ষেপ নিল রাজ্য সরকার। এখন থেকে রাজ্য পরিবহন সংস্থার আওতায় যত বাস, লরি ও ট্রাক আছে সবার সামনে ও পেছনে এই স্টিকার লাগানো বাধ্যতামুলক বলে জানান তিনি। এমনকি কলকাতা পুলিশের গাড়িতেও এই স্টিকার লাগাতে হবে বলে জানানো হয়েছে। রাজ্যে দুর্ঘটনা কমাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে আগামি সাত দিনের মধ্যে স্টিকার লাগানোর কাজ সম্পূর্ণ করতে হবে বলে জানানমুখ্যমন্ত্রী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...