চারদিনের টেস্ট চালু না করতে এবার আইসিসিকে বার্তা দিলেন লিটল মাস্টার। আইসিসিকে আবেদন করলেন টেস্ট ম্যাচের দিনসংখ্যা যেন কমানো না হয়।
শচিন বলেছেন কোনওভাবেই যেন টেস্ট ম্যাচের দিন কমানো না হয়। টেস্টের জনপ্রিয়তা এবং ভালবাসা থেকে আইসিসির কাছে এই আবেদন করেছেন তিনি। তিনি আরও বলেছেন একটা দিন কমানো হলেই ব্যাটসম্যানদের ধারনা হয়ে যাবে এটা সীমিত ওভারের ক্রিকেটের একটি অংশ। একজন ব্যাটসম্যান যদি দেড় দিন ব্যাট করে তাহলে তার মনে হতেই পারে যে খেলার আর মাত্র আড়াই দিন বাকি। সেই মানসিকতা নিয়েই তখন ব্যাটসম্যান খেলবে। স্পিনারদের নিয়েও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। শচিন মনে করেন যে একজন স্পিনারের বল ঘুরতে শুরু করে পঞ্চম দিন থেকে। পিচ না ভাঙলে সাধারণত বল ঘোরে না। তাই চার দিনের ম্যাচ হলে স্পিনারদের অনেক ক্ষেত্রেই অসুবিধা হবে বলে মনে হয়। শচিন মনে করেন ক্রিকেটে একটা ফরম্যাট থাকা উচিত যেখানে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জের মুখে পরতে হবে। সীমিত ওভারের খেলার মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেট জনপ্রিয় তাই এই ক্ষেত্রে তেমন চ্যালেঞ্জের মুখে পরতে হয় না ব্যাটসম্যানদের। তাই টেস্ট ফরম্যাট পরিবর্তন করা উচিত নয়।
প্রসঙ্গত মার্চেই আইসিসি টেস্ট ম্যাচ চারদিনের করার প্রস্তাব নিয়ে আলোচনা করতে পারে। কিন্তু তার আগেই মাইকেল ভন থেকে রিকি পন্টিং,শোয়েব আখতার এর মত প্রাক্তন ক্রিকেটাররা এই নিয়মের বিরোধিতা শুরু করেছে। এবার দিন পরিবর্তন নিয়ে শচিন মুখ খোলায় তা অন্য মাত্রা পেল বলে মনে করা হচ্ছে।