ছোটপর্দা এবং বড়পর্দার চেনা মুখ, প্রখ্যাত অভিনেতা এবং নাট্য জগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তিনি। জোছন দস্তিদারের 'তেরো পার্বন' ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বাঙালি দর্শকদের মনের মনিকোঠায় স্থান হয় তাঁর। ‘রুদ্রসেনের ডায়েরি’ টেলিসিরিয়ালে প্রথম গোয়েন্দা চরিত্রে অভিনয় করলেও তাঁর চেহারা, ব্যক্তিত্ব আর অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন সামলেছেন 'ফেলুদা'র মতো দুঁদে গোয়ান্দা চরিত্র। ইন্ডাস্ট্রিতে সকলের প্রিয় 'বেনুদা' তিনি। এবার বিদেশের মাটিতে পুরস্কৃত হলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। লস অ্যাঞ্জেলেস ফিল্ম অ্যাওয়ার্ডে ভারতীয় চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি, সৌজন্যে পরিচালক কঙ্কনা চক্রবর্তীর স্বল্প দৈর্ঘ্যের ছবি 'অনুরূপ'(Mirror Image)।
এক বাবা এবং মেয়ের গল্প নিয়েই স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘অনুরূপ’। প্রজন্মের মধ্যে চিরাচরিত সূক্ষ্ম বিভেদ আর মতের অমিলের জেরে জন্ম নেয় মানসিক অবসাদ, বাড়ে মানসিক দুরত্ব, অযাচিতভাবেই চলে আসে 'উটকো' ঝামেলা-অশান্তি-ক্ষোভ। একটা সময় সন্তানের সঙ্গে মা-বাবার সম্পর্ক থিতু হয়ে পড়ার এই ছবি কিন্তু খুব একটা অচেনা নয়। আমাদের আশেপাশে প্রায়ই চোখে পড়ে এরকম ঘটনা। ঠিক এরকম একটা বিষয়বস্তুকে ঘিরেই তৈরি হয়েছে ‘অনুরূপ’-এর প্রেক্ষাপট। যেখানে বাবার ভূমিকায় দেখা গিয়েছে সব্যসাচীকে।
বাবা আর মেয়ের গল্প। যারা পারিবারিক কারণে একে অপরের থেকে দীর্ঘ ৬ বছর বিচ্ছিন্ন। ঘটনাচক্রে তাঁরা আবারও কাছাকাছি এসেছে। এই বাবা এবং মেয়ের অশান্তির মাঝে দোটানায় পড়েছেন মা। মায়ের ভূমিকায় দেখা যাবে সব্যসাচীর স্ত্রী তথা অভিনেত্রী মিঠু চক্রবর্তীকে। তা বছর ছয়েক পর বাবা-মেয়ে মুখোমুখি হওয়ায় সেই সমস্যার সমাধান হবে কি? মিটবে কি তাঁদের মধ্যেকার দূরত্ব? নাকি পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠবে? উত্তর মিলবে ছবিতে। ‘অনুরূপ’-এর গল্প লিখেছেন পরিচালক কঙ্কনা চক্রবর্তী খোদ। উল্লেখ্য, এই ছবিতে সব্যসাচীর মেয়ের ভূমিকায় অভিনয়ও করেছেন কঙ্কনা। ছবির শ্যুটিং হয়েছে শিলিগুড়িতে।