প্রথম পূর্ণ দৈর্ঘের ছবির কাজে হাত দিতে চলেছেন পরিচালক সব্যসাচী ভৌমিক। এর আগে বেশ অনেকগুলি শর্ট ফিল্ম বানিয়েছেন তিনি। এবার ওয়েব ফিল্ম। ৯০ মিনিটের এই পূর্ণ দৈর্ঘের ছবির নাম ‘তিন কন্যা’। তিনটি গল্পের সমাহারে তৈরি হতে চলেছে এই ছবি। বিনোদিনী, বেডশিট ও গুড মর্নিং রেভোল্যুশন এই তিনটি শিরোনামের গল্প আসবে এই ছবিতে। ছবির ইংরেজি নাম দেওয়া হয়েছে ‘Women With Keys’. “তিনটি গল্পের যোগসূত্র থাকবে দ্বিতীয় লিঙ্গের উত্তরণে। ছবির মূল রসদ ‘পুরুষবৃত্তের ভিতরে তিনটি নারীর নিজের সত্তার অনুসন্ধান’। কখনও সাংস্কৃতিক দুনিয়ার পুরুষ আধিপত্য, কখনও রাজনৈতিক ডিসকোর্সে নারীর আত্মানুসন্ধান, কখনও সাব অল্টার্ন এক নারীর রুখে দাঁড়ানোর গল্প। এই সব নিয়েই ‘তিন কন্যা’।” -জানিয়েছেন পরিচালক স্বয়ং।
(পরিচালক সব্যসাচী ভৌমিক)
‘বিনোদিনী’ মূলত সাংস্কৃতিক জগতে পুরুষ আধিপত্যবাদের গল্প। এখানে বিনোদিনীর বিনির্মিত রূপের চরিত্রে অভিনয় করতে গিয়ে এক নারী নিজেকে খুঁজে পায় বিনোদিনীর জায়গায়। সে প্রতিবাদ করে। সেই প্রতিবাদে উঠে আসে অন্য নারীর মুখ। এই গল্পের মুখ্য চরিত্রে ঋ সেন। ‘বেডশিট’-এ এক সাব অল্টার্ন নারীর চোখে এই সম্ভ্রান্ত সমাজকে দেখার গল্প লুকিয়ে আছে। গল্পে উঠে আসবে বিভিন্ন চরিত্রের মুখোশের আড়ালে থাকা আসল মুখ। এক পরিচারিকার জীবন এখানে মূর্ত প্রতিবাদ। মূল চরিত্রে সায়ন্তনী গুহ ঠাকুরতা। ‘গুড মর্নিং রেভোল্যুশন’ একটি পলিটিক্যাল ডিসকোর্স। উচ্চবিত্ত পরিবারের এক কলেজ পড়ুয়া মেয়ের জীবনে রাজনীতির সংযোগ কী ভাবে হয় আর তার জেরে কী ভাবে তার সম্বন্ধে পরিবারের সব ধারণা পাল্টে যায় সেটাই এই গল্পের উপজীব্য বিষয়। এখানে উচ্চবিত্তের মিডল ক্লাস মানসিকতার বিপ্লবী রাজনীতির প্রতি অকারণ রোম্যান্টিসিজমকেও ব্যঙ্গ করা হবে। শেষ পর্যন্ত নিজের জীবনে নিজের মতো করে বাঁচাটাই আসল বিপ্লব- এই কথাই উচ্চারিত হবে এই গল্পে। এই গল্পে মূল চরিত্রে থা্কছেন অমৃতা চট্টোপাধ্যায়।
কোনও উচ্চকিত নারী সংগ্রাম নয়, সব্যসাচী এই ছবিতে নারীর ভিতরের সত্তাকে খুঁজেছেন তাঁর আগের ছবিগুলির মতোই। যেখানে ইতিহাসে নারীর অবস্থান নিয়েও সমান্তরাল প্রশ্ন ও প্রতিবাদ রাখা হয়েছে। প্রসঙ্গত, পরিচালক এর আগে বানিয়েছেন সব রাত্রি কাল্পনিক, বিবেক, এসকেপ রুট, সিক্সথ অগাস্ট, উই আর লকড, Mirror of RAYs সহ আরও বেশ কয়েকটি স্বল্প দৈর্ঘের ছবি। অগাস্ট মাস থেকে শুটিং শুরু হবে ‘তিন কন্যা’র। ছবির প্রযোজক মণিদীপা মুখোপাধ্যায়। প্রযোজক হিসেবে তারঁও এটিই প্রথম কাজ। ছবির এক্সিকিউটিভ প্রোডিউসার স্বাতী গাঙ্গুলি।