ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল রবিবার মধ্যরাতে! এক মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে সুপারফাস্ট ট্রেনের। ধাক্কা লাগার ফলে লাইনচ্যুত হয় সুপারফাস্ট ট্রেনের চারটি কোচ এবং ইঞ্জিন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে এদিন ঘটনার জেরে একাধিক যাত্রী আহত হয়েছেন। ফলে, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন রবিবার রাত ১টা নাগাদ রাজস্থানের অজমেরে মাদার স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে যে এদিন গুজরাতের সবরমতী থেকে উত্তরপ্রদেশের আগরার দিকে যাচ্ছিল সবরমতী-আগরা সুপারফাস্ট ট্রেনটি। রাত একটা নাগাদ রাজস্থানের অজমেরে মাদার স্টেশনে পেরিয়ে এগোচ্ছিল। ঠিক সেই সময়েই উলটো দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির।
রেলের আধিকারিকরা এই বিষয়ে জানিয়েছেন যে ইমার্জেন্সি ব্রেক কষেছিলেন লোকো পাইলট। কিন্তু তবুও দুর্ঘটনা এড়াতে পারেননি। সংঘর্ষের ফলে সুপারফাস্ট ট্রেনের চারটি কোচ লাইনচ্যুত হয়ে যায় এবং লাইন থেকে ছিটকে যায় ট্রেনের ইঞ্জিনও।
সংবাদমাধ্যমে সুপারফাস্ট ট্রেনের এক যাত্রী জানিয়েছে যে, সেই সময় ট্রেনের অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ জোর শব্দে সকলের ঘুম ভেঙে যায়। তীব্র শব্দ পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যান রেলকর্মী এবং স্থানীয় বাসিন্দারা। তার ঠিক কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল উদ্ধারকারী দলও। এরপর যাত্রীদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
তবে, জানা গিয়েছে যে এই ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন একাধিক যাত্রী। ফলে, তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে লাইনের উপর থেকে সুপারফাস্ট ট্রেনের কোচগুলি সরানোর ব্যবস্থা করা হচ্ছে সকাল থেকেই। এই দুর্ঘটনার ফলে অন্যান্য ট্রেন চলাচল সামান্য বিঘ্নিত হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে নর্থ-ওয়েস্টার্ন রেলওয়ের সিপিআরও শশী কিরণ জানিয়েছেন যে সবরমতী-আগরা ১২৫৪৮ সুপারফাস্ট ট্রেনটি সবরমতী থেকে আগরার দিকে যাচ্ছিল। ট্রেনটি রাজস্থানের অজমেরের মাদার সিগন্যালের কাছে পৌঁছলে মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ট্রেনের ইঞ্জিনের পাশাপাশি চারটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনায় কারও প্রাণহানি হয়নি। কয়েক জন যাত্রী সামান্য চোট পেয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটিও গড়েছে রেল কর্তৃপক্ষ।