সাউথ আফ্রিকার নতুন টি-২০ লিগ

আইপিএলের খ্যাতি জন্ম দিল আরেক টি২০ লিগের। পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিসের পর এবার শুরু হবে সাউথ এফ্রিকার নতুন লিগ। এই লিগের আয়োজন শুরু হয়েছিল অনেক দিন আগে থেকেই কিন্তু কিছু বিতর্কের ফলে বন্ধ হয় যায় এই লিগ । দক্ষিন আর্ফিকায় এই লিগ ‘টি-২০ গ্লোবাল লিগ’ নামে শুরু হওয়ার কথা ছিল কিন্তু  সরারসরি সম্প্রচারের জন্য কাউকে পাওয়া না যাওয়ার ফলে অনেক লোকশান হয় সিএসএ-র। তবে এইবার সুপারস্পোর্ট সরাসরি সম্প্রচার করার জন্য রাজি হয়েছে বলে জানান সিএসএ-র চেয়ারম্যান থাবাং মোরো। যার ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্প হয়তো এবার শুরু হতে পারে। তিনি আরো জানান যে এই লিগ থেকে অনেক তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক স্তরে পরিচিতি লাভ করতে পারবে । সব কিছু ঠিক থাকলে নতুন ফ্র্যাঞ্চাইসি ও  স্টেকহোল্ডারের সাহায্যে এই বছরের শেষের দিকে শুরু হতে পারে এই লিগ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...