দেশের ৪৭তম প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি ভবনে সোমবার শপথ নিলেন শারদ অরবিন্দ বোবদে। সরকারিভাবে এদিনই অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। নতুন প্রধান বিচারপতি হিসেবে এই চেয়ারে বসতে চলেছেন বোবদে।
অভিজ্ঞতার ভিত্তিতেই প্রধান বিচারপতির পদে আসীন হচ্ছেন বিচারপতি বোবদে। কেন্দ্রীয় সরকারকে লেখা চিঠিতে তাঁর নাম সুপারিশ করেছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তারপর সেই সুপারিশে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্মতি দেওয়ার পর আইন মন্ত্ৰকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রধান বিচারপতি পদে তাঁর মেয়াদ ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত। মহারাষ্ট্রের নাগপুরের এক আনজীবী পরিবারের সন্তান বিচারপতি শারদ অরবিন্দ বোবদে। বিখ্যাত আইনজীবী অরবিন্দ শ্রীনিবাস বোবদের সন্তান শারদ, নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এলএলবি পাশ করে ১৯৭৮ সালে মহারাষ্ট্র বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেন। বম্বে হাইকোর্টের নাগপুর বেঁচে তিনি আইনজীবী হিসেবে ২১ বছর কাজ করেছেন। ২০০০ সালে বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন শারদ অরবিন্দ বোবদে। ২০১২ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করেন এবং ২০১৩ সাল থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন।
নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ক বোবদে জমানায় কোনদিকে এগোয়, তা নিয়ে সব শিবিরেই রয়েছে যথেষ্ট কৌতুহল। উল্লেখ্য, ২০১৫ সালের আধার কার্ড সংক্রান্ত মামলায় তিন সদস্যের বেঁচে ছিলেন বোবদে। এছাড়া যৌন হেনস্থার মামলায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে ক্লিনচিট দেওয়া তিন সদস্যের ইন-হাউস কমিটির মাথায়ও ছিলেন তিনি। অযোধ্যায় রামমন্দির নির্মাণ থেকে গোপনীয়তার অধিকার সহ একাধিক বিখ্যাত মামলার রায়দানের অংশ ছিলেন বোবদে।
Justice Sharad Arvind Bobde sworn in as the Chief Justice of the Supreme Court of India at Rashtrapati Bhavan today. pic.twitter.com/O4q0bzDuEx
— President of India (@rashtrapatibhvn) November 18, 2019