ইউটিউবে ভিডিও করে বছরে আয় ১৮৪ কোটি টাকা

তথাকথিত পড়াশোনার গন্ডি একবার পেরিয়ে গেলেই চাকরির জন্য চাপ আসতে শুরু করে| পরিবারের চাপ সঙ্গে মানসিক চাপ| কিন্তু তাও হয় একটা নির্দিষ্ট বয়সের পর| কিন্তু ৮ বছর বয়সে কখনো ভেবেছেন চাকরি করে বছরে কোটি কোটি টাকা আয় করবেন? এখনকার অনেক শিশুই কিন্তু তাই করছে| সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সাহায্যে বছরে আয় করছে কয়েকশো কোটি টাকা|

ইউটিউবের বর্তমান সেনসেশন রায়ান কাজী| তার ইউটিউব চ্যানেলটিতে সে বিভিন্ন খেলনার রিভিউ করে থাকে| ২০১৫ সালে সে প্রথম ইউটিউব চ্যানেলটি শুরু করে| শুরু থেকেই সাবস্ক্রাইবারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে রায়ানের| ২২ মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তার| জানা গেছে, জুন ২০১৮ থেকে ২০১৯ এর জুন পর্যন্ত রায়ানের মোট আয় হয়েছে ২৬ মিলিয়ন ডলার| তার ঠিক আগের বছর রায়ানের আয় ছিল ২২ মিলিয়ন ডলার| ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৮৪ কোটি টাকার সমান|

নতুন খেলনা এনে তার আনবক্সিং থেকে শুরু করে সেই খেলনা কেমন তা জানায় রায়ান| ইতিমধ্যেই রায়ানের ভিডিও-র সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে| রায়ান প্রথমবার ভাইরাল হয় জায়ান্ট ম্যাককুইন এগ সারপ্রাইজ ভিডিও করে যেখানে একটি বিশালাকারের ডিমের মধ্যে থেকে অনেকগুলি গাড়ি বেরোতে দেখা যায়| সেই ভিডিওটি ইতিমধ্যেই ১ বিলিয়ন ভিউ পার করে ফেলেছে|বর্তমানে শুধু খেলনা আনবক্সিং নয়| ছোটখাটো বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষাও শুরু করেছে রায়ান|         

এটা শেয়ার করতে পারো

...

Loading...