এবার থেকে মানুষ অমরত্ব লাভ করতে পারবে

 

'ক্রিওরাস' নামে একটি রাশিয়ান কোম্পানি মানুষের ব্রেন এবং বিশীর্ণ দেহ তরল নাইট্রোজেনের ক্রায়োজেনিক চেম্বারে হিমায়িত করে রাখার বন্দোবস্ত করল। তাদের দাবি, এর ফলে মানব শরীর একেবারে আসলের মত থাকবে। তাতে পচন ধরবেনা বহুদিন এভাবে থাকলেও। তারা মানব শরীরকে ওইভাবে ১৯৬ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করছেন। তাদের আশা, এই প্রযুক্তির মাধ্যমে আগামী দিনে মানব শরীর আবার প্রাণ ফিরে পেতে পারে।

                  যদিও এটাই ক্রায়োজেনিক পরিষেবা প্রদানের প্রথম কোম্পানি নয়, তবে ক্রিওরাস আমেরিকার বাইরের কোম্পানি হিসেবে প্রথম এই পরিষেবা প্রদান করছে। ৭০টি-রও বেশি রোগীরা ইতিমধ্যেই তাদের কাছে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। কেউ যদি নিজের শরীর ফ্রিজ করে রাখতে চান, তাহলে ভারতীয় মুদ্রায় তাকে আনুমানিক ২৫.৫০ লাখ টাকা দিতে হবে। যদি কেউ শুধুমাত্র ব্রেন সংরক্ষণ করতে চায়, তাহলে তাকে আনুমানিক ১০ লাখ টাকা দিয়ে হবে। তবে এটাও জানিয়েছে ক্রিওরাস, এই টাকার পরিমান শুধুমাত্র রাশিয়ানদের জন্য। অন্য দেশের বা জাতির মানুষের জন্য টাকার পরিমাণ আরও বেড়ে যাবে।

                     রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সে'স সিউডোসায়েন্স কমিশন-এর প্রধান ইভগেনি আলেকজান্দ্রভ জানান, পদ্ধতিটির কোনও রকম বিজ্ঞানসম্মত বিশ্বাসযোগ্যতা নেই শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যের দিকে লক্ষ্য রেখেই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। প্রতিটা মানুষেরই মৃত্যু এবং স্বপ্ন নিয়ে একটা ফ্যান্টাসি থাকে। সেটারই সুযোগ নিয়ে এই ধরনের ব্যবসা চালু হয়েছে। অপরদিকে ক্রিওরাস-এর ডিরেক্টর ভ্যালেরিয়া উদালোভা জানান, ২০০৮ সালে তাঁর নিজের প্রিয় কুকুর যখন মারা যায়, তখন তিনি সেই কুকুরটিকে ক্রায়োজেনিক চেম্বারে রেখে দিয়েছিলেন, যদি ভবিষ্যতে কখনও তাঁর জীবন ফিরে আসে এই আশায়। তবে তিনি নিজেও কিন্তু এই প্রযুক্তির গ্যারান্টি দিচ্ছেন না। তিনি জানান, এই বিশেষ ব্যবস্থার দ্বারা মানুষ তাঁদের আত্মীয়-পরিজনদের কাছে ভালোবাসার প্রকাশ ঘটাতে পারেন। আমরা তো ভালোবাসার মানুষের জন্য অনেক কিছুই করি, এটাও সেই রকমই মৃত্যুর পর ভালোবাসার প্রকাশ হিসেবে দেখা যেতে পারে।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...