শনিবার রাশিয়ার ফিস্ত অলিম্পিক স্টেডিয়ামে শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি রাশিয়া ও ক্রোয়েশিয়া। ম্যাচ নিয়ে রাশিয়ার সমর্থকদের উন্মাদনা তুঙ্গে থাকলেও ঘরের ম্যাচে অনেকটাই পিছিয়ে রাশিয়া। তার মূল কারণ হল ক্রোয়েশিয়ার পার্ফরম্যেন্স। এই বিশ্বকাপে একটিও ম্যাচ না হেরে কোয়ার্টার ফাইনালে পৌছেছে তারা, অন্যদিকে রাশিয়া স্পেন কে রাউন্ড অফ সিক্সটিনে হারালেও গ্রুপ ম্যাচে উরুগুয়ের কাছে হার স্বীকার করতে হয়েছে তাদের। রাশিয়ার ডিফেন্স নিয়ে খুব একটা প্রশ্ন না থাকলেও তাদের চিন্তার কারণ হল অ্যাটাক। আজকের ম্যাচে জয় পেতে হলে যথেষ্ট জোড় দিতে হবে তাদের অ্যাটাকের প্রতি। চেরিশেভ দেশের হয়ে গোল পেলেও প্রতিটা ম্যাচে তার পারর্ফরম্যান্স খুব একটা ভালো নয়।
ঠিকঠাক ফিনিশার না থাকলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যচে জয় পাওয়া একটু কঠিন হবে। তাই পরিসংখ্যান অনুযায়ী আজকের ম্যাচে অনেকটাই পিছিয়ে রাশিয়া।