প্রথম ম্যাচে ১৯ বলে ৪৯ আর দ্বিতীয় ম্যাচে ১৭ বলে ৪৮, অর্ধশতরানের ফাঁড়াটা যেন কাটতেই চাইছে না আন্দ্রে রাসেলের। তাতে কি, দলকে জয় এনে দিতে পারছে এটাই বড় তার কাছে। পাঞ্জাবের বিরুদ্ধে ২৮ রানে জয় পেয়ে আপাতত লিগ শীর্ষে বিরাজ করছে কলকাতা নাইট রাইডার্স। তবে বুধবারের ম্যাচটা যে শুধুই তার দৌলতে জয় এসেছে তা বলা ঠিক হবে না। কারণ কলকাতার ২১৮ রানের পিছনে নিতিশ রানা ও রবিন উথাপ্পার অবদানও কম কিছুই না।
তবে আবারও ব্যর্থ ক্রিস লিন। ১০ বলে ১০ রান করে প্রথমেই ডাগআউটে ফিরে যান তিনি। তবে সেখানেই কার্যত উচ্ছাস শেষ হয়ে যায় অশ্বিন বাহিনির। তার কারন তার পরে যারা ব্যাট করতে এসেছে তাদের কে প্রতিরোধ করতে ব্যার্থ হয় পাঞ্জাবের বোলিং। তবে বোলিংয়ের পাশাপাশি ব্যর্থ হয় পাঞ্জাবের ব্যাটিং লাইনআপ। কেএল রাহুল আর ক্রিস গেইলের ওপর ভরসা করে থাকার ফলে বিপদে পড়তে হয় অশ্বিনকে। ধারাবাহিক ভাবে ওই দুই ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ফেলে যথারীতি চাপে পড়ে যায় পাঞ্জাবরা। তবে পরের দিকে ড্যাভিড মিলার ও মায়াঙ্ক আগ্রওয়াল পাঞ্জাবকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও অবশেষে কলকাতার ২১৮ রানের কাছে মাথা নত করতেই হয় পাঞ্জাবকে।