রূপচাঁদ মুখার্জি লেন সার্বজনীন দুর্গোৎসব কমিটি | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল রূপচাঁদ মুখার্জি লেন সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যবৃন্দ। পুজোর আড্ডা @ জিয়ো বাংলা অনুষ্ঠানে সঞ্চালক ইকেবানার সাথে হাজির হয়ে ক্লাবের নানা কথা ভাগ করে নিলেন সমন্বয়কারী ডঃ দীপন চ্যাটার্জি, ক্লাবের সম্পাদক শ্রী তপন মুখার্জি এবং ক্লাবের সদস্য শ্রী শ্যামল ব্যানার্জি

তারা জানালেন, ৭৩ তম বর্ষে পদার্পন করে এই বছর এই ক্লাবের থিম 'স্বপ্ন জুড়ে শান্তি আসুক'শিল্পী সোমনাথ ব্যানার্জির হাত ধরে ধীরে ধীরে সজ্জিত হচ্ছে মণ্ডপ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে থিম হলেও তার সাথে থাকছে সাবেকিয়ানার মেলবন্ধন। চাঁপাডাঙার প্রতিমাশিল্পি শ্রী কৃষ্ণ পালের হাত ধরে অবয়ব পাচ্ছেন মহামায়া।  গদাই নামক একজন সম্পাদকের জীবনকাহিনী তুলে ধরা হচ্ছে থিমের মাধ্যমে। এই ধরণের থিম আগে হয়নি বলেই জানান ক্লাবের সদস্যবৃন্দ।

মণ্ডপে অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্য বেসরকারি নিরাপত্তা কর্মীর পাশাপাশি সেখানে উপস্থিত থাকছেন ভবানীপুর থানার পুলিশ। মায়ের জন্য প্রতিদিন সাবেকি ভোগ নিবেদন করা হলেও সপ্তমীঅষ্টমীর দিন মায়ের জন্য মহাভোজের আয়োজন করা হয়।  সেই ভোগ জনসাধারণের মধ্যে বিতরণ করা হয় বলে জানিয়েছেন ক্লাবের সদস্যবৃন্দ। কে এই গদাই আর কেনই বা তাকে নিয়ে হচ্ছে থিম জানতে হলে পৌঁছে যেতেই হবে রূপচাঁদ মুখার্জি লেনের এই মণ্ডপটিতে। দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রোতে উঠে যতীন দাস পার্ক মেট্রোয়ে নেমে ভবানীপুর থানার নিকটে এই পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...