নির্বাচন কমিশনের অনুমতি পেল "রূপশ্রী প্রকল্প"

রাজ্য সরকারের "রূপশ্রী " প্রকল্প নিয়ে নয়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। জানা গিয়েছে যে, সমব্যথী’ প্রকল্প চালু রাখার পর এবার রূপশ্রীতেও ছাড় দিল নির্বাচন কমিশন৷ এই প্রকল্পের দ্বারা রাজ্য সরকার কোনও দু:স্থ পরিবারের তরুণীর বিয়েতে আর্থিকভাবে সাহায্য করে থাকবে। এই সমস্ত দুঃস্থ পরিবার গুলিকে সরকারের পক্ষ থেকে এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হয় ৷ নির্বাচন কমিশনের অনুমোদনের ফলে এবার সেই প্রকল্প চালু রাখার ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না বলে জানা গিয়েছে।

 এই বিষয়ে আরও জানা যায় যে, চলতি মাসে বেশ কিছুদিন আগে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর দেশজুড়ে চালু হয়ে পড়ে কমিশনের দেওয়া  আদর্শ আচরণবিধি। যার কারণে ‘রূপশ্রী, ‘সমব্যথী’এবং ‘কৃষকবন্ধু’-র মত রাজ্যের বিভিন্ন প্রকল্প বন্ধ হয়ে যায়। এই বিষয়কে কেন্দ্র করে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উক্ত বিষয়ে আরও জানা যায় যে, এই বিষয় নিয়ে মুখ্যসচিব মলয় দে-কে কমিশনের সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরে উক্ত প্রকল্প গুলি চালু রাখবার জন্য আর্জি জানানো হয়। তাছাড়া এর পাশাপাশি নবান্নের তরফে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে চিঠি পাঠানো হয়েছিল বলেও  জানা যায়। এই চিঠি পাওয়ার পরেই রাজ্যের আবেদনে সাড়া দিয়ে সমব্যথী প্রকল্পের ছাড়পত্র দেয় নির্বাচন কমিশন ৷ এরপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রূপশ্রী প্রকল্প চালু রাখার ক্ষেত্রেও ছাড়পত্র দেওয়া হয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে রাজ্যবাসী বেশ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...