সম্প্রতি এক ডিজিটাল স্টুডিওতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল শিল্পী সুমনা এবং রূপঙ্কর বাগচির মিউজিক ভিডিও 'আর কোনো কথা নয়'। বাংলাদেশের প্রখ্যাত গীতিকার তথা বাংলাদেশ বেতারের কবির মহসীন রেজা'র উদ্যোগে ও তাঁরই লেখায় দুই বাংলার জন্য গান গাইলেন সংগীত শিল্পী রূপঙ্কর এবং এই সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী সুমনা। গানটির সুর দিয়েছেন প্রবাদপ্রতিম সুরকার সলিল চৌধুরীর সুযোগ্য শিষ্য তবলাবাদক পলাশ দাস। গানটির ভিডিও সম্পাদনার কাজ করেছেন বিষ্ণু শর্মা।
সুমনা ইতিমধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে প্লেব্যাক করেছেন। সম্প্রতি বাংলাদেশের কয়েকটি ছবিতে গানও গেয়েছেন তিনি। ঈদ উপলক্ষে বাংলাদেশের সুপারস্টার ইমরান ও সুমনার কণ্ঠে 'স্বর্গ' শিরোনামের গানটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে।
রূপঙ্কর জানান- "গানটি খুব রোমান্টিক। আশা করি সুমনা ও আমার গাওয়া এই ডুয়েট গানটি শ্রোতাবন্ধুদের মনে জায়গা করে নেবে।"
মহসিন রেজা জানান, "সুমনা এবং আরও এক জনপ্রিয় শিল্পী পল্লব ঘোষের 'ভালোবাসার আকাশে' নামক গানটি বাংলাদেশ ও এপার বাংলার মানুষ গ্রহণ করেছেন। আর তারই ফল স্বরূপ গাওয়া হল 'আর কোনো কথা নয়' গানটি। রূপঙ্করের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার ভাল। আর সুমনা এই মুহূর্তে দুই বাংলার নতুন প্রজন্মের একজন গুণী শিল্পী। সবার গানটি ভালো লাগবে এই আশা রাখি। বাংলা গানের জয় হোক, বাংলা গান বেঁচে থাকুক।"