মানব শরীরে প্রভাব বাড়ছে এক নতুন ভাইরাসের। এর কারণে অসুস্থ হয়ে পড়ছে প্রাপ্তবয়স্ক সহ ছোট শিশুরা। তাই এই রোগ নিয়ে উদ্বেগ বাড়ছে চিকিৎসকমহলে।
হাইলাইটসঃ
১। এই নতুন ভাইরাসের নাম RSV
২। এটি মানবদেহের ফুসফুস এবং শ্বাসযন্ত্রকে সংক্রামিত করে
৩। শিশুদের ক্ষেত্রে এই ভাইরাস ক্ষতিকর
এই নতুন ভাইরাসের নাম RSV। ডাক্তারি ভাষায় এর নাম Respiratory syncytial virus। এটি মূলত একটি সংক্রামক ভাইরাস যা শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। এটি মানবদেহের ফুসফুস এবং শ্বাসযন্ত্রকে সংক্রামিত করে, যার ফলে শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি হয়। তবে শিশুদের ক্ষেত্রে এই ভাইরাস ক্ষতিকর। ভারতে ০ থেকে ৫ বছরের শিশুদের মধ্যে RSV শনাক্ত হওয়ার হার ২.১ শতাংশ থেকে ৬২.৪ শতাংশ পর্যন্ত।
বর্তমানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জানা গিয়েছে, শিশুরা বাড়ির বড়দের কাছ থেকে এই রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু এটা নিউমোনিয়া রোগ নয়। রোগটি হল শিশুদের ক্ষুদ্র শ্বাসনালীর প্রদাহ। এই প্রদাহ খুব সরু, তাই শিশুদের শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়।
এই রোগের প্রাথমিক উপসর্গগুলি হল, হাঁচি, সর্দি, জ্বর, কাশি এবং ক্ষুধা হ্রাস। তবে খুব অল্পবয়সী শিশুদের ক্লান্তভাব এবং শ্বাসকষ্ট হতে পারে।
চিকিৎসকদের পরামর্শঃ
১। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
২। বাইরে থেকে এসে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে।
৩। মাস্ক পড়তে হবে।
৪। প্রয়োজনে ডাক্তারদের পরামর্শ নিতে হবে।
কিন্তু এই ভাইরাসের জন্য কোনও ভ্যাকসিন বা ওষুধ নেই। তাই এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠার জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন।