অবশেষে শুরু হল রাজস্থানের জয়যাত্রা, তবে ব্যাঙ্গালোরের ভাগ্য যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল। পর পর চারটি ম্যাচ হেরে আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছে তাদের। এইখান থেকে বেরিয়ে আসাটাই এখন সবচেয়ে বড় পরীক্ষা ব্যাঙ্গালোরের। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোর, পার্থিভ প্যাটেল ও বিরাট কোহলির ওপর ভর করে ইনিংস তৈরী করে। তবে আবারও ব্যার্থ আরসিবির ভরসা ডিভিলিয়ার্স ও সিমরন হেটমায়ার। প্রথমজন ১৩ ও দ্বিতীয়জন ১ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। আবারও প্রশ্নের মুখে আরসিবি মিডিল অর্ডার। তবে মার্কাস স্টইন্স ও মোয়েন আলির যুগলবন্দির ওপর ভর করে ১৫৮ রান তুলতে সক্ষম হন কোহলি ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে অজিঙ্কা রাহানে ও স্টিভ স্মিথ চাপ আসতে দেয় নি দলের ওপর। তবে রাজস্থানের হয়ে উল্লেখযোগ্য প্রদর্শন করেন জোস বাটলার ও রাহুল ত্রিপাঠি। বাটলারের ৫৯ রান ও ত্রিপাঠির ৩৪ রানের ওপর ভর করে জয় পায় রাজস্থান। দেরী করে জয় এলেও প্রথম জয়তে খুশি রাজস্থান অধিনায়ক অজিঙ্কা রাহানে।