কার্তিকের ৫০ বলে ৯৭ রান, তবুও রাজস্থানের বিরুদ্ধে কলকাতার পরাজয়। ভিলেন সেই বোলিং বিভাগ। ৬ বলে ৯ রান আটকাতে গিয়ে ২ বলে ১০রান দিয়ে ম্যাচ হারল কেকেআর। এই নিয়ে টানা ৬টি ম্যাচ হেরে প্লেঅফসের সুযোগ প্রায় শেষ হয়ে গেল নাইটদের। বাকি আর তিনটি ম্যাচ তার মধ্যে দুটি ম্যাচ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আর একটি অশ্বিনের পাঞ্জাবের বিরুদ্ধে। এই তিনটি ম্যাচ জিততে পারলে কলকাতার পয়েন্ট দাড়াবে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট। যা প্লেঅফসের জন্য পর্যাপ্ত নয়। তাই নেহাত যদি নাইটদের প্রথম চারে থাকতেই হয় তাহলে চোখ রাখতে হবে বাকি ম্যাচ গুলোর ফলাফল যাতে তাদের পক্ষে যায়। বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামে কার্তিক বাহিনী। যথারীতি ভাল ব্যাটিংয়ের প্রদর্শনও করে তারা তবে উইকেট বাঁচিয়ে রাখতে পারে নি। তাই ২০ ওভারে ১৭৫ রানেই শেষ হয় কলকাতার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে তেমন ভাবে ক্রিজে টিকে থাকতে না পারলেও রাজস্থানের হয়ে বাজি মেরে দেয় অসমের ১৭ বছরের খেলোয়াড় রিয়ান পারাগ ও পার টাইম ব্যাটসম্যান জোফরা আর্চার। এই দুই খেলোয়াড়ের হাত ধরে ৪ বল হাতে থাকতেই ম্যাচে জয় তুলে নেয় রাজস্থান রয়্যাল্স।