আইপিএল ২০১৮-র চলতি মরশুমে মুখোমুখি চেন্নাই ও রাজস্থান। খেলা হবে পুনের এমসিএ ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে। কাবেরী জলবন্টন সমস্যার জেরে বিসিসিআই ও আইপিএল কতৃপক্ষ বাধ্য হয় চেন্নাই থেকে ম্যাচ পুনেতে সরিয়ে নিয়ে যেতে। তাই সম্পূর্ণ ঘরের মাঠ না পাওয়ায় চেন্নাইয়ের থেকে আজ রাজস্থান কিছুটা হলেও এগিয়ে থাকবে। তবে চেন্নাইয়ের অল-রাউন্ড স্কোয়াড যে কোনো মাঠে ম্যাচ নিজেদের করে নেওয়ার ক্ষমতা রাখে। তার ওপর ধনীর মত অভিজ্ঞ অধিনায়ক থাকলে যে কোনো দল আলাদা একটা ভরসা পায়। তাহলে কেন পিছিয়ে চেন্নাই ? তার উত্তর একটাই নতুন মাঠে নিজেদের মানিয়ে নিতে সময় লাগবে ধোনি বাহিনীর। যত তাড়াতাড়ি তারা নিজেদের মানিয়ে নিতে পারবে ততই ভাল। তাই আজকের ম্যাচ জেতার পরিসংখ্যান ৫৫ শতাংশ রাজস্থানের দিকে আর বাকি ৪৫ শতাংশ চেন্নাইয়ের দিকে। এখন শুধু দেখার যে এই পরিসংখ্যানের কতটা হের-ফের হয়।