এই শীতেই খুলে যাবে ভিক্টোরিয়ার রয়্যাল গ্যালারি

এই শীতেই খুলে যেতে পারে ভিক্টোরিয়া মেমোরিয়ালের রয়্যাল গ্যালারি। নব্বইয়ের দশক থেকে সংস্কারের জন্য বন্ধ হয়ে যাওয়া ভিক্টোরিয়া রয়্যাল গ্যালারি নতুনভাবে দর্শকদের সামনে আসতে চলেছে। ভিক্টোরিয়া কর্তৃপক্ষের তরফ থেকে এই খবর জানা গেছে। ওই গ্যালারিতে রয়েছে রুশ চিত্রশিল্পী ভাসিলি ভেরেশেগিনের আঁকা 'জয়পুর প্রসেশন', যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অয়েল পেন্টিং হিসেবে গণ্য করা হয়।

               ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সূত্রে জানা গেছে, গ্যালারিগুলির আমূল সংস্কারের জন্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক প্রায় ৬০ কোটি টাকা মঞ্জুর করেছিল। চলতি বছরের জানুয়ারি মাসেই ওই গ্যালারিগুলি খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারনে তা আর হয়ে ওঠেনি। তবে বর্তমানে দেরি করতে নারাজ  ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। ভিক্টোরিয়ার সচিব ও কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত জানান, রয়্যাল গ্যালারির সবথেকে বড় আকর্ষণ হল ১৮৭৬ সালে রুশ শিল্পী ভাসিলি ভেরেশগিনের আঁকা জয়পুর প্রসেশন। ছবিটি ২৪ ফুট দীর্ঘ এবং ১৭ ফুট চওড়া। রয়্যাল গ্যালারির পাশাপাশি মেমোরিয়াল হলের পোর্ট্রেট গ্যালারি এবং এন্ট্রান্স গ্যালারিও খুলে দেওয়ার কথা ভাবছে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ।

                 বন্ধ হয়ে থাকা গ্যালারিগুলো খুলে দেওয়ার পাশাপাশি নানা ধরনের প্রদর্শনীরও আয়োজন করেছে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। মিনিয়েচার ছবির প্রর্দশনী এর মধ্যে অন্যতম। কাংড়ার মত হিমাচল প্রদেশের নিজস্ব ঘরানার মিনিয়েচার ছবি নিয়ে এই প্রদর্শনী হবে। ভিক্টোরিয়ার কিউরেটর জানিয়েছেন, ছবিগুলি দিল্লির ন্যাশনাল মিউজিয়ামে রয়েছে। সেগুলি কলকাতায় আনা হবে। এন্ট্রান্স গ্যালারিটিও খুলে যাবে, যেটি সংস্কারের জন্য বন্ধ ছিল। এখানে ভিক্টোরিয়ার নির্মাণকাজের বেশ কিছু ছবি দেখা যাবে। রীতিমতো ভিত থেকে প্রাসাদ তৈরির কাজ কিভাবে হয়েছিল, তা দেখা যাবে এই এন্ট্রান্স গ্যালারিতে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...