আলিপুরে চিড়িয়াখানায় আসছে নতুন অতিথি

শিলিগুড়ির সাফারি পার্ক থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ রয়েল বেঙ্গল টাইগার আস্তে চলেছে কলকাতার আলিপুরে চিড়িয়াখানায়। সেখানে বাঘের জনসংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত। শিলিগুড়ি থেকে যে পুরুষ বাঘটি আসছে তা শুধুমাত্র কয়েকদিনের অতিথি। ব্রিডিংয়ের কাজ সম্পন্ন হলেই আবার সে ফিরে যাবে তার নিজের ডেরায়। সাধারণত বাঘদের ব্রিডিংয়ের বয়স ৫ থেকে সর্বাধিক ৯ বছর। আলিপুরে চিড়িয়াখানার ডিরেক্টর আশীষ কুমার সামন্তের কথায়, চিড়িয়াখানায় উপস্থিত প্রতি পুরুষ বাঘের বয়সই ১০ অতিক্রম করে গেছে তাই শিলিগুড়ি সাফারি পার্ক থেকে পুরুষ বাঘ আনার কথা ভেবেছেন চিড়িয়াখানা কতৃপক্ষ। বর্তমানে চিড়িয়াখানায় রয়েছে ৪টি বাঘিনী এবং ৩টি সাদা বাঘ। একজন সিনিয়ার কর্মকর্তার কথায়, শিলিগুড়িতে যে দুটি বাঘ রয়েছে তার মধ্যে স্নেহাশিষকে আলিপুর চিড়িয়াখানা থেকেই শিলিগুড়ি পাঠানো হয়েছিল। তাকেই আবার ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে বলে জানান কতৃপক্ষ। শীতকাল ব্রিডিং-এর উত্তম সময় হওয়াতে ডিসেম্বরের মধ্যেই চিড়িয়াখানায় আসবে নতুন অতিথি।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...