ফুলের নাম লতা!!!!

ভারতের এক স্বনামধন্য গায়িকা। যিনি এক হাজারের বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। এছাড়া ভারতের ২০টি আঞ্চলিক  ভাষাতেও গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। বাংলাতেও তিনি অনেক গান করেছেন। ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পাওয়া সঙ্গীতশিল্পী। সারা দুনিয়া জুড়ে রয়েছে তাঁর ভক্তরা। এমনই এক ভক্ত হল আর্জেনটিনার স্যান্তিয়াগো লোপেজ।  যিনি লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গোলাপ ফুলের নামকরণ করেছেন "লতা" বিষয়টি টুইট করে জানান ভারতরত্ন প্রাপ্ত এই গায়িকা। গোলাপটির ছবি সহ একটি টুইট করেন লতা মঙ্গেশকর। তিনি লেখেন, "জন্মসূত্রে স্প্যানিশ ও বর্তমানে আর্জেন্তিনায় বসবাসকারী সান্তিয়াগো লোপেজ আমার ভক্ত ও পেশায় একজন ফুলচাষি। তিনি এই ফুলটির নাম দিয়েছেন লতা। বিষয়টি আমাকে ছুঁয়ে গেছে" বিখ্যাত এই গায়িকা আরও বলেন, "সংস্কৃত, হিন্দির পাশাপাশি যোগাও শিখছেন সান্তিয়াগো। আমি কৃতজ্ঞ"

এটা শেয়ার করতে পারো

...

Loading...