চলতি ক্রিকেট বিশ্বকাপের চতূর্থ ম্যাচে ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। জীবনের দ্বিতীয় বিশ্বকাপ খেলা আফগানিস্তানের তরফ থেকে তেমন কিছু আশা না থাকলেও, চোখ থাকবে পাঁচ বার চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বল বিকৃতি কান্ডের জেরে প্রায় ১ বছরের জন্য ২২ গজের বাইরে ছিল দুই অস্ট্রেলিয়া প্রধান স্টিভ স্মিথ ও ড্যাভিড ওয়ার্নার। প্রস্তুতি ম্যাচে স্টিভ স্মিথ নিজেকে প্রমাণ করতে পারলেও কাজটি এখনও বাকি ওয়ার্নারের। তবে সম্প্রতি শেষ হওয়া আইপিএলে ওয়ার্নার যে বিধ্বংসী রুপ দেখেছে দর্শকরা, তাতে নিঃসন্দেহে বলা যায় যে, দেশের জার্সি গায়ে তার সেই রুপের কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে দ্বিতীয় বিশ্বকাপ খেললেও আফগানিস্তানকে অবমুল্যায়ন করা একদমই ঠিক হবে না অ্যারোন ফিঞ্চ কে। বোলিং প্রিয় আফগানিস্তান কিন্তু প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারে শুরুতেই ভাঙন ধরিয়ে দিতে পারে। রাশিদ খান, মুজিব উর রহমান ও হামিদ হাসানের বোলিং ট্রিয়ো সমস্যায় ফেলতে পারে অজি ব্যাটসম্যানদের। তবে ম্যাচের ফলাফল যদি বোলিংয়ের ওপর নির্ভর করে আসে তাহলে সেক্ষেত্রে কোনও অংশে কম যায় না অস্ট্রেলিয়ারাও। ন্যাথান কুল্টার নাইল, মিছেল স্টার্ক, ন্যাথান লিয়ন ও প্যাট কামিন্সে সমৃদ্ধ অজি বোলিং লাইনআপ আটকে দিতেই পারে আফগানিদের। তাই বর্তমান পরিস্থিতিই হোক বা খাতায় কলম, এগিয়ে সেই অস্ট্রেলিয়ানরাই।