একই দিনে মাঠে নামছেন দুই বিশ্ব তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। কাতার বিশ্বকাপের নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন রোনাল্ডো। গ্রুপের প্রথম ম্যাচ হিসাবে ফার্নান্ডো সান্টোসের দলের প্রতিপক্ষ হিসাবে থাকবে আফ্রিকার দেশ ঘানা। বিশ্বকাপে নামার ৪৮ ঘণ্টা আগে রোনাল্ডোর সঙ্গে বিচ্ছেদ জানিয়ে দিয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেড। ক্লাবের তরফে আনুষ্ঠানিক ভাবে তা জানিয়ে দেওয়া হয়। ওল্ড ট্র্যাফোর্ডে দুই পর্বে রোনাল্ডো যে অবদান রেখেছেন, তার জন্যে তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে।
এরপর বুধবার স্পেনের সংবাদপত্র 'মার্কা' জানিয়েছে, দিয়েগো মারাদোনার যোগ দিতে পারেন রোনাল্ডো। অর্থাৎ নেপোলিতে যোগ দিলে সিআরসেভেন আবার ফিরতে পারেন ইটালির ঘরোয়া লিগে। ম্যান ইউতে আসার আগে জুভেন্টাসে তিন বছর কাটিয়েছেন রোনাল্ডো। তাদেরই প্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগ দিতে পারেন পর্তুগালের ফুটবলার। ইটালির ঘরোয়া লিগে এই মুহূর্তে সবার উপরে রয়েছে নাপোলি। একটি ম্যাচেও হারেনি। ১১ ম্যাচে ২৯ পয়েন্ট পেয়েছে। চ্যাম্পিয়ন্স লিগেও খেলছে তারা। নেপোলিতে যুক্ত হবার আগে ঘানা ম্যাচ খেলতে নামছেন চাপমুক্ত স্বাধীন ৫ বারের ব্যালন ডি'ওর জয়ী।
পর্তুগাল বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলেছে নাইজেরিয়ার বিপক্ষে। যদিও সেটা প্রস্তুতি ম্যাচ ছিল। রোনাল্ডো পেটের সমস্যায় ওই ম্যাচটাতে গরহাজির ছিলেন। তাঁর সত্ত্বেও ব্রুনো ফার্নান্ডেস, বার্নার্ডো সিলভারা ৪-০ গোলে জয়লাভ করেছিল। রোনাল্ডো ছাড়া ম্যানচেষ্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেস অন্যতম শক্তি পর্তুগালের। আজকের ম্যাচে পর্তুগালের ধুরন্ধর কোচ ফার্নান্ডো সান্টোস সম্ভবত ৪-৩-৩ ছকে প্রথম একাদশ সাজাবেন। ম্যাচে বল সাপ্লাই করার দায়িত্বে থাকবেন রুবেন নেভেস ও উইলিয়াম কার্ভালহো। আর গেম মেকারের ভূমিকায় থাকবেন ম্যান ইউর তারকা খেলোয়াড় ব্রুনো ফার্নান্ডেস। রক্ষণ ভাগ সামলাবেন রুবেন ডায়াসের সঙ্গে বহুযুদ্ধের সৈনিক পেপে। উলটো দিকে ঘানা দল আজকের ৪-২-৩-১ ছকে প্রথম একাদশ সাজাবে বলেই ধারণা। একটু রক্ষণ আঁটসাঁট রেখে আক্রমণ সানানোর কৌশল কোচ অটো অ্যাডোর।
কাতারে সাম্বার ছন্দ ফেরাতে চান নেমাররা।সেই লক্ষ্যে আজ শেষ ম্যাচে নামবেন তারা। বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার ও বুধবার চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিরবিরুদ্ধে জাপানের রুদ্ধশ্বাস জয় একটু হলেও চাপে রাখবে নেইমারদের। কিন্তু ফুটবল ব্রাজিলীয়দের কাছে শুধু খেলা নয়, জীবনের মন্ত্র, বেঁচে থাকার অবলম্বন। রিয়োর বস্তির যে মানুষটা হয়তো গত দু'দিন খাবার জোটাতে পারেননি, তিনিও যন্ত্রণা ভুলতে আঁকড়ে ধরেন ফুটবলকে।
কাতারের স্থানীয় সময় সন্ধে ছ'টায় অনুশীলন শুরু হওয়ার কথা ছিল ব্রাজিলের। মিনিট পাঁচেক পরে মাঠে নামলেন ফুটবলাররা। ড্রেসিংরুম থেকে গ্যাব্রিয়েল জেসুস বেরোলেন নাচতে-নাচতে! মাঠে ঢুকেই নিজের জার্সি খুলে দানি আলভেসের মুখ ঢেকে দিলেন। নেমার তাঁর পরিচিত এক সাংবাদিককে দেখেই দৌড়ে সাইডলাইনের ধারে এসে হাত মিলিয়ে গেলেন। দানি আলভেস অদ্ভুত অঙ্গভঙ্গি করতে করতে শট মারছিলেন। তার পরেই মাঠের ধারে বসে থাকা একটি বেড়ালকে আদর করতে ব্যস্ত হয়ে পড়লেন! কোচ তিতে সহকারীকে নিয়ে মাঠে চক্কর কাটতে কাটতে ফুটবলারদের এই সব কাণ্ড দেখছিলেন, আর হাসছিলেন। এখানেই শেষ নয়। অনুশীলন শুরু হল সাম্বার ছন্দেই। মাঠের মাঝখানে গোল হয়ে দাঁড়িয়ে নেমাররা ওয়ার্ম-আপ করলেন হাততালি দিতে দিতে নাচের ছন্দে।
দোহার আল আরবি স্পোর্টস ক্লাব অভিজাত অঞ্চলে। ১৩ হাজার দর্শকাশনের গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে বুধবার সন্ধেয় নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়ররা যখন মাঠে নামছিলেন, দেখে মনে হচ্ছিলো না যে চব্বিশ ঘণ্টা পরেই তাঁরা বিশ্বের কোটি কোটি ভক্তদের প্রত্যাশার পাহাড়প্রমাণ চাপ নিয়ে কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবেন। মনে হবে যেন ফিফার তৈরি ফ্যান জ়োনে এসেছেন বিশ্বকাপের উৎসবে শামিল হতে।
সার্বিয়ার সাংবাদিকের কথা শুনে হেসেই ফেললেন ব্রাজিল টিম ম্যানেজমেন্টের এক সদস্য। বললেন, ''ব্রাজিলের মানুষ ফুটবল খেলে আনন্দ পাওয়ার জন্য। ফুটবল আমাদের আবেগ। তাই অন্য দলের সঙ্গে আমাদের মিল খোঁজার চেষ্টা করবেন না।''
বুধবার বিকেলে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে অধিনায়ক থিয়াগো সিলভা ও সহকারীকে পাশে বসিয়ে তিতে বললেন, ''চাপ আমাদের জন্য খুবই স্বাভাবিক একটি বিষয়। ব্রাজিলের ফুটবল ইতিহাসে দীর্ঘ দিন ধরেই তা রয়েছে। উত্তরাধিকার সূত্রেই আমাদের উপরে চাপ এসে পড়ে। তাই এই নিয়ে ভাবছি না।'' রাশিয়া বিশ্বকাপের প্রসঙ্গ টেনে বললেন, ''চার বছর আগের অনুভূতির সঙ্গে এ বারের সাদৃশ্য নেই। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা প্রয়োজন, সবই করেছি।''
রাশিয়া বিশ্বকাপে তিতেকে চিন্তায় রেখেছিল নেমারের চোট। তিনি এ বার সম্পূর্ণ সুস্থ। থিয়াগো বললেন, ''নেমার এ বার খুব ভাল জায়গায় রয়েছে। নিজেকে সুস্থ রাখার জন্য বিশেষ প্রস্তুতিও নিয়েছে।''
সার্বিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করতে পিএসজি তারকাকে একটু পিছন থেকে খেলানোর পরিকল্পনা রয়েছে ব্রাজিল কোচের। জানা গিয়েছে, গোলে থাকার সম্ভাবনা উজ্জ্বল অ্যালিসন বেকারের। দুই সাইডব্যাক দানিলো ও আলেক্স সান্দ্রো। মাঝখানে মার্কুইনোস ও থিয়াগো সিলভা। তাঁদের ঠিক সামনে থাকবেন কাসেমিরো। আক্রমণের ঝাঁঝ বাড়ানোর জন্য শুরু থেকে খেলার সম্ভাবনা প্রবল লুকাস পাকেতা, রাফিনহার, নেমার, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসনের। যদিও এ দিন বললেন, ''আমাদের একাধিক রণকৌশল রয়েছে। সার্বিয়ার বিরুদ্ধে কী রণনীতি নিয়ে খেলব, তার উপরে নির্ভর করবে প্রথম একাদশ নির্বাচন। এখনও কিছু চূড়ান্ত করিনি।''
নিবন্ধকারঃ ঋদ্ধি রিত