মুখোমুখী বসে আছেন দুই মহারথী। একজনের মাথায় হাত আর একজনের হালে। মন্ত্রী-সান্ত্রী হাতি ঘোড়া সামলে কে শেষ পর্যন্ত রণক্ষেত্র জয় করবেন সেই নিয়ে গভীর চিন্তায়। তবে খেলাটা কোনও দাবার বোর্ডে হচ্ছে না। দাবার আকারে নির্মিত স্যুটকেসের দুইপ্রান্তে মুখোমুখি দুজন। মেসি আর রোনাল্ডো।
ফুটবলের মহারণ শুরুর কয়েক ঘন্টা আগে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইন্সটাগ্রাম পেজ থেকে পাবলিশড করা হয় ছবিটি। তলায় লেখা, ‘Victory is a State of mind.’ 'জয় হল এক মানসিক অবস্থা।' দুই তারকার প্রোফাইল থেকেই প্রকাশ করা হয় ছবিটি।
View this post on Instagram
সাইক্লোন গতিতে শেয়ার হয় ছবিটি। চমক, বিস্ময় মিলেমিশে এক! দুজনকে এভাবে দেখা যে অবিশ্বাস্য! নেটিজেনদের অনেকেই ছবিটি এডিটেড বা ফেক বলে মনে করেছিলেন। বিশ্বকাপের মুখে ফ্যানকুলের কল্পনার দৃশ্যভাবে ফিড স্ক্রল করে এড়িয়েও যান। তবে ‘বিহাইন্ড দ্য সিন’ ছবি ও ভিডিয়ো দেখে সেই ধারণা ভেঙ্গে গিয়েছে ফুটবলপ্রেমীদের।
কিন্তু তাতে ছবির ভাইরাল হওয়া আটকায়নি। যতই সময় গেছে ততই বেড়েছে বিস্ময়। কারণ ছবিটি মোটেই যে এডিটেড নয়!
বিখ্যাত ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁর বিজ্ঞাপনী প্রচারের জন্য এভাবে মুখোমুখী হয়েছিলেন দুই মহাতারকা। লুই ভিতোঁ মূলত তাদের চামড়ার তৈরি ব্যাগ, জুতো, অলঙ্কার ও অন্যান্য সামগ্রীর জন্য বিখ্যাত। ফ্যাশন হাউজটি অতীতেও পেলে-ম্যারাডোনা-জিনেদিন জিদানকে একসঙ্গে করে বিজ্ঞাপন বানিয়ে চমকে দিয়েছিল।
এই ছবির ফটোগ্রাফার আমেরিকান ফটোগ্রাফার এনি লেভিবোতজ। তিনি প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ, জন লেলন, ডেমি মুর, জনি ডেপ, লেডি গাগা, সেরেনা উলিয়ামসের মতো সেলিব্রিটির সঙ্গে কাজ করেছেন।
ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপের জ্বরে কাঁপছে বিশ্ব। ঠিক সেই সময়েই এই ছবি আলাদা মাত্রা এনেছে ফ্যানেদের মনে। এখনও পর্যন্ত এই ছবি ৩৮ মিলিয়ন লাইক পেয়েছে। ডিজিটাল দুনিয়ায় দ্বিতীয় সর্বাধিক। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি এই ছবি দিয়ে ইন্টারনেট দুনিয়ায় নতুন রেকর্ড গড়লেন। অনেকেই এই ছবিকে শতাব্দী সেরার আখ্যা দিচ্ছেন।
এই ‘ঐতিহাসিক’ ছবিতে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি মন্তব্য ‘What a picture’
নিবন্ধকারঃ রিদ্ধি রিত