অবশেষে সকল জল্পনা উড়িয়ে দিয়ে বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু সই করলেন ইতালীয় ক্লাব ইন্টার মিলান-এ। সূত্রের খবর, লুকাকুর জন্য ৭০ মিলিয়ন ইউরো এবং আনুষাঙ্গিক খরচের অফার করেছে ইন্টার মিলান, এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তাতে রাজিও হয়েছে।
জানা যায়, বুধবার লুকাকুর এজেন্ট ফেডেরিকো পাস্তোরেল্লো ইউনাইটেডের কর্তাদের সাথে আলোচনায় বসেছিলেন ইন্টার এর এই অফারের ব্যাপারে, এবং শেষ পর্যন্ত কর্তারা রাজি হয়েছেন তাদের স্ট্রাইকারকে ছেড়ে দিতে। পাশাপাশি লুকাকুও ম্যানচেস্টার ছাড়তে চেয়েছিলেন। তার কারণ সাম্প্রতিককালে তার সাথে ম্যানেজার ওলে গানার সোল্কজায়ার এর বিবাদ চরমে উঠেছিল, যার দরুণ প্রাক মরশুমে খুব বেশি খেলেননি তিনি। এছাড়াও গত মরশুমে ফর্ম খারাপ থাকায় রেড ডেভিলস এর সমর্থকেরা তার ওজন ও ফর্ম নিয়ে সমালোচনায় মুখর ছিল। গত মরশুমে লিগে মাত্র ১২টি গোল করেন লুকাকু।
তবে ইন্টার মিলানে তার যোগদানের খবরকে আরও জোরালো করেছে মিলান এয়ারপোর্টে ইন্টারের নতুন কোচ আন্তোনিও কন্তে এর সাথে রোমেলু লুকাকু-র আগমণ। যদিও দুই ক্লাব থেকে এখনও কোনও ঘোষণা আসেনি, তবে লুকাকু এর মিলানে হঠাৎ আগমণ নিঃসন্দেহে তার ইন্টারে যাওয়ায় শিলমোহর বসিয়ে দিয়েছে।
অবশ্য গত কয়েকদিন গুঞ্জন ছিল যে লুকাকুকে জুভেন্তাসে পাঠিয়ে তারকা আর্জেন্তিনীয় স্ট্রাইকার পাবলো ডিবালাকে আনতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ডিবালা অতিরিক্ত পারিশ্রমিক চাওয়ার কারণে এই অফার থেকে পিছিয়ে আসে ইউনাইটেড। এর আগেও ইন্টার সই করতে চেয়েছিল লুকাকুকে, কিন্তু দর বাড়ানোর অপেক্ষায় ইউনাইটেড বাতিল করে দেয় অফারটিকে। শেষপর্যন্ত ৭০ মিলিয়ন ইউরো ও আনুষঙ্গিক খরচে লুকাকুকে ছেড়ে দিল ইউনাইটেড, এমনটাই জানা গেছে।