আজকের দিনে আইসিসির ক্রিকেট বিশ্বায়নের নীতিতে অসংখ্য দেশ উঠে আসছে ক্রিকেট মানচিত্রে। আর সেই মানচিত্রে নয়া একটি নাম হল রোমানিয়া। ইউরোপের এই দেশটি কয়েক মাস হল ক্রিকেট বিশ্বে কিছুটা নাম করেছে। আর এবার অনন্য এক রেকর্ড করে বসল ইউরোপের এই ছোট্ট দেশটি।
বৃহস্পতিবার টি২০ টুর্নামেন্ট রোমানিয়া কাপে তুরস্ককে ১৭৩ রানে হারিয়ে ইতিহাস গড়ল রোমানিয়া। এটি আন্তর্জাতিক টি২০ ক্রিকেটের ইতিহাসে সবথেকে বড় ব্যবধানে জয়। এর আগে এই রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার নামে। ২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা।
আর এই বড় জয়ের সৌজন্যে রয়েছেন এক প্রবাসী ভারতীয়। তামিলনাড়ুতে জন্মানো সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিভাকুমার পেরিয়ালওয়ার মাত্র ৪০ বলে ১০৫ রান করেন, যার দরুন রোমানিয়া ২০ ওভারে ২২৬/৬ তোলে। জবাবে ১৩ ওভারেই মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় তুরস্ক।
রোমানিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে শতরান করা শিভাকুমার ম্যাচের পর আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন। তিনি জানান, “আমি এটির ব্যাখ্যা দিতে পারছি না কারণ আমি এখানে একটি সফটওয়্যার কোম্পানির একজন ইঞ্জিনিয়ার। আমি কেবল সপ্তাহান্তে স্থানীয় ক্রিকেট ক্লাবের হয়ে ক্রিকেট খেলি। জাতীয় টি২০ টুর্নামেন্টে আমরা গত দুবছর ধরে চ্যাম্পিয়ন হয়ে আসছি। আমার পারফর্মেন্সের দরুন আমি জাতীয় দলে সুযোগ পেয়েছি।”