ট্রেন্ট ব্রিজে বিপর্যস্থ ইংল্যান্ড

ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ৮ উইকেটে জয় পেল ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কোহলি। কুলদীপ যাদবের বোলিংয়ের জেরে বিপর্যস্থ হয়ে পড়ে ইংল্যান্ড। একে একে জেসন রয়, জনি বেয়ারস্ট, জো রুটের উইকেট ফেলে আটকে দেয় ইংল্যান্ডের রান করার গতিকে। তবে বেন স্টোক্সের ৫০ আর জস বাটলারের ৫৩ রানের জেরে কোনরকমে ১০ উইকেট হারিয়ে ২৬৮ রান করে ইংল্যান্ড। ১০ ওভারে ২৫ রান দিয়ে ৬ উইকেট পান কুলদীপ যাদব। জবাবে ব্যাট করতে নেমে ম্যাচে জাকিয়ে বসে ভারত। শিখর ধওয়ান(৪০) ও বিরাট কোহলি(৭৫) ছাড়া আর কোনো উইকেট ফেলতে পারে নি হোম টিম। রোহিত শর্মা ১১৪ বলে ১৩৭ রানে করে  অপরাজিত থাকে। ৪০.১ ওভারে ২ উইকেট হারিয়ে যথাযত রান তুলে নেয় ভারত। ম্যাচের সেরা কুলদীপ যাদব। এই ম্যাচ জিতে ৩ ম্যাচের ওডআই সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...