বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে শতরান করে নতুন রেকর্ড করল রোহিত শর্মা। একইসাথে ছুঁয়ে ফেলল সৌরভ গাঙ্গুলি এবং ডেভিড ওয়ার্নারকে।
বুধবার বিশাখাপত্তনমে দ্বিতীয় একদিনের ম্যাচে ১৫৯ রান করেন রোহিত। এর সাথেই একই ক্যালেন্ডার বছরে সাতটি শতরান করার নজির সৃষ্টি করেন হিটম্যান। ২০০০ সালে এক বছরে এই নজির করেছিল সৌরভ গাঙ্গুলি। ২০১৬ সালে এই রেকর্ড করেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। এবার এদের সাথে একই আসনে বসে পড়লেন রোহিত। এই শতরানের ফলে রোহিতের মোট ২৮টি শতরান হয়ে গেল।
২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ১৩৩ রান করে বছর শুরু করেন রোহিত। এরপর বিশ্বকাপে দুরন্ত ফর্মে খেলতে দেখা যায় তাঁকে। বিশ্বকাপে মোট পাঁচটি শতরান করেন হিটম্যান। বিশ্বকাপে সর্বাধিক রানের নজিরও তৈরি করেন এই ক্রিকেটার। শতরান ছাড়াও চলতি বছরে ছক্কা মারার দিক দিয়েও এগিয়ে রয়েছেন রোহিত। ২০১৯ সালে এখনও পর্যন্ত রোহিতের ছক্কা মারার সংখ্যা ৭৭। এক বছরে সবচেয়ে বেশি ছয় মারার দিক দিয়েও এগিয়ে রয়েছেন হিটম্যান।