গন্ডারদের বাঁচাতে ময়দানে রোহিত শর্মা

ব্যাট হাতে তিনি বহুবার ভারতকে কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছেন, কিন্তু এবার অন্য এক লড়াইয়ের জন্য ময়দানে নামবেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা ভারতবর্ষে এক শৃঙ্গেও গন্ডারদের অবলুপ্তি রুখতে এবার পদক্ষেপ নিতে চলেছেন রোহিত। 

এই বিষয়টি নিয়ে নয়া একটি প্রকল্প শুরু করতে চলেছেন রোহিত। যার নামরোহিত ফর রাইনোস এই প্রকল্পটিকে সহযোগিতা করছে ভারতেরওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডএবংঅ্যানিমাল প্ল্যানেট আগামী ২২ সেপ্টেম্বরবিশ্ব গন্ডার দিবস’- অ্যানিমাল প্ল্যানেটে এই প্রকল্পটির যাবতীয় কাজকর্ম সম্প্রচারিত হবে। 

এই প্রকল্পের বিষয়ে রোহিত জানান, “এই গ্রহের সহ-বাসিন্দা হয়ে এটি আমাদের কর্তব্য যে অন্যান্য প্রজাতিকে রক্ষা করার যাতে তারা এই গ্রহে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে। আমাদের ভবিষ্যত আমাদেরই হাতে এবং আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের ভবিষ্যত প্রজন্ম এই পৃথিবীর অসাধারণ জৈব বৈচিত্র্যকে উপভোগ করতে পারে। আমি আশা করি এই প্রকল্পটি অনেককে উৎসাহিত করবে এবং অ্যানিমাল প্ল্যানেট, ডব্লুডব্লুএফ আমার সাথে যোগ দিন এক শিংওয়ালা গন্ডারদের বাঁচানোর জন্য।

এছাড়া এই প্রকল্পে যোগদান করতে পেরে অত্যন্ত খুশি ভারতেরওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড অ্যানিমাল প্ল্যানেট-এর কর্মকর্তারা। 

ভারতীয় গন্ডারদের হার দিনের পর দিন কমেই আসছে। মূলত শিকার, বংশ নির্মূল অসুখ-বিসুখের জন্য হত্যা করে দেওয়ার কারণেই সংখ্যাটি ধীরে ধীরে কমে আসছে। এর আগে রোহিত একটি শিশু গন্ডারকে দত্তক নেন এবং গন্ডারটির নাম দেন নিজের মেয়ের নামে, ‘সামাইরা

এটা শেয়ার করতে পারো

...

Loading...