দশক সেরা আইপিএল দল ঘোষণা করেছে উইজডেন। সেই দলে ধোনি, কোহলি থাকলেও অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে রোহিত শর্মাকে।
রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্স এর অধিনায়ক হিসেবে ২০১৯ সালে আইপিএল জেতে। ২০১৩ সালে প্রথম আইপিএল জেতে মুম্বই। এরপর ২০১৫, ২০১৭ সালেও তারা আইপিএল খেতাব পায়। আইপিএল এর জগতে রোহিত শর্মা টক্কর দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলিকে। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই। অপরদিকে কোহলি অধিনায়ক হিসেবে এখনও একবারও জেতাতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে। তাই আইপিএলে রোহিত শর্মা এই দুজনকেই টেক্কা দিয়ে দিয়েছে।
উইজডেনের এই আইপিএল সেরা একাদশে ভারত থেকে মোট ৭ জন খেলোয়াড় স্থান পেয়েছে। জার মধ্যে রোহিত, ধোনি, কোহলি ছাড়াও রয়েছে বুমরা, জাডেজা, সুরেশ রায়না,ভুবনেশ্বর কুমার। এছাড়াও বিদেশী খেলোয়াড়দের মধ্যে রয়েছে ক্রিস গেল, সুনীল নারিন, লাসিথ মালিঙ্গা, এবি ডিভিলিয়ার্স। দলে দ্বাদশ ব্যাক্তি হিসেবে জায়গা পেয়েছে ডোয়েন ব্র্যাভো।