রোহিত শর্মার নতুন ইতিহাস

বছর শেষে এক নতুন রেকর্ডের অধিকারি হলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ২২ বছরের পুরোণো রেকর্ড ভেঙে সৃষ্টি হল এক নতুন রেকর্ডের। ১৯৯৭ সালে ক্রিকেটের সকল ফরম্যাটে একজন ওপেনার হিসাবে ২৩৮৭ রান করেণ শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার সানাথ জয়সূর্য। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৩ রান করে ২২বছরের পুরোণো রেকর্ড ভাঙলেন হিটম্যান রোহিত। এই রেকর্ড ভাঙার জন্য রোহিতের প্রয়োজন ছিল মাত্র ৯ রানের। ওপেনার হিসাবে রোহিতের ঝুলিতে এখন ২৪৪২ রান, পেয়েছেন ১০ টি শতরান ও ১০ টি অর্ধশতরান, বর্তমানে যা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক।

এই রেকর্ডের পাশাপাশি আরও একটি রেকর্ডের অধিকারী হন রোহিত। ২০১৯ সালের ওডিআই ক্রিকেটে ১৪৯০ রান করে চলতি বছরে সর্বোচ্চ রানের রেকর্ডেরও অধিকারী তিনি।রোহিতের পাশাপশি আরও যে সকল ওপেনার এক বছরে সর্বাধিক রান পেয়েছিলেন তারা হলেন - ২০০৮ সালে ২৩৫৫ রান করে বছর শেষ করেণ ভারতের প্রাক্তন ওপেনার বিরেন্দ্র শেহওয়াগ ও ২০০৩ সালে ২৩৪৯ রান পান প্রাক্তন অস্ট্রেলিয় হিটম্যান ম্যাথিউ হেডেন। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...