কেউই তাকে ধর্তব্যের খাতাতেই ফেলেনি, একজন ভারতীয় যে টেনিস এর অবিসংবাদিত সম্রাট রজার ফেডেরারকে হারাতে পারবে এমনটা বেশিরভাগ ক্রীড়াবিদরা ভাবতেও পারেননি। শেষ পর্যন্ত হারাতে না পারলেও তরুণ ভারতীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগাল যে খেলাটা দেখালেন ফেডেরার এর বিরুদ্ধে, তা নিঃসন্দেহে মনে রাখবে টেনিস বিশ্ব।
যুক্তরাষ্ট্র ওপেন-এ প্রথমবার যোগ্যতা অর্জনের পরেই প্রথম রাউন্ডে সামনে পড়েছিল ৫ বারের চ্যাম্পিয়ন রজার ফেডেরার। কিন্তু সুমিত দমে যাননি। ভারতীয় সময় মঙ্গলবার আর্থাৎ অ্যাশ স্টেডিয়ামে প্রথম রাউন্ডের খেলায় ফেডেরারকে ঘাম ঝরাতে বাধ্য করেন সুমিত। প্রথম সেটটিও তিনিই জিতে নেন, কিন্তু শেষ পর্যন্ত ফেডেরার নিজের জাত চিনিয়ে পরপর তিনটি সেট জিতে ম্যাচ জিতে নেন। ব়্যাঙ্কিংয়ে ১৯০ এ থাকা সুমিত নাগাল এর বিরুদ্ধে ৪-৬, ৬-১, ৬-২, ৬-৪ ফলে জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন সুইস মহাতারকা।
শুরুর দিকে অসংখ্য আনফোর্সড এরর করেছিলেন ফেডেরার, আর তারই সুযোগ নেন সুমিত। ৩৭ বছরের ফেডেরার এর বিরুদ্ধে ২২ বছরের সুমিত প্রথম দিকে বেশ দৌড়ঝাঁপ করছিলেন নিজের কোর্ট জুড়ে। একের পর এক টপস্পিন, ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ড মারছিলেন। কিন্তু পরের দিকে সুমিতের ক্লান্তি নজরে আসে। আর অন্যদিকে ফেডেরার বয়স হওয়া সত্ত্বেও ফিটনেসের চুড়ান্ত পর্যায়ে ছিলেন, তা তিনি দেখালেন পরের দিকে।
আজ পর্যন্ত একটিও ট্যুর পর্যায়ের টুর্নামেন্ট না জেতা সুমিত নাগাল যে এরকম পারফর্ম করবেন নিজের প্রথম গ্র্যান্ডস্ল্যাম ম্যাচে, তা স্বপ্নেও ভাবতে পারেননি অসংখ্য টেনিস বিশেষজ্ঞ। ম্যাচ শেষে আর্থার অ্যাশ স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা অভিবাদন জানায় সুমিতকে। অন্যদিকে দ্বিতীয় রাউন্ডে রজার ফেডেরার মুখোমুখি হবেন বসনিয়ার দামির জুমহুর এর বিরুদ্ধে।