ফেডেরারের বিদায়, সৌজন্যে দিমিত্রভ

শুরু থেকেই দুর্দান্ত আশা বাড়িয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত টেনিসপ্রেমীদের সেই সকল আশায় জল ঢেলে দিলেন রজার ফেডেরার। পারলেন না নিজের ষষ্ঠ যুক্তরাষ্ট্র ওপেন জিততে। ভারতীয় সময় বুধবার দুর্দান্ত এক কোয়ার্টার ফাইনালে ৭৮ নম্বর ব়্যাঙ্কিয়ে থাকা গ্রাইগর দিমিত্রভ-এর কাছে -, -, -, -, - ফলে হারলেন সুইস তারকা

ফ্লাডলাইটের ঝলকানিতে দুরন্ত এক ম্যাচের সাক্ষী থাকল আর্থার অ্যাশ স্টেডিয়ামে উপস্থিত থাকা সকল দর্শকেরা। শুরু থেকেই যদিও হাল ধরে নিয়েছিলেন ফেডেরার। প্রথম সেটটি অনায়াসে জেতার পর দ্বিতীয় সেটেও - এগিয়ে ছিলেন তিনি। কিন্তু এরপর দিমিত্রভ অন্য ধাচের খেলা শুরু করেন। ফেডেরার-এর যাবতীয় এরর এর সুবিধা তুলছিলেন দিমিত্রভ। বেসলাইন থেকে খেলাটিকে ধরে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নের পক্ষ থেকে।

মোট ঘন্টা ১২ মিনিটের এই লম্বা লড়াইয়ে ইতিহাস গড়লেন দিমিত্রভ। বুলগেরিয়ার এই টেনিস খেলোয়াড় সর্বনিম্ন ব়্যাঙ্কিয়ে-এর খেলোয়াড় হিসেবে কোনও গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন। এর আগে এই রেকর্ডটি ছিল রেইনার স্কিউটলার-এর, যিনি ১১ বছর আগে ৯৪ ব়্যাঙ্কিয়ে - থেকে উইম্বলডন-এর সেমিতে উঠেছিলেন।

পাশাপাশি এই প্রথমবার রজার ফেডেরারকে হারালেন দিমিত্রভ। যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন দানিল মেদভেদেভ-এর।

এটা শেয়ার করতে পারো

...

Loading...