শ্রীরামপুরে ইতিহাস ঘেরা ড্যানিশ ট্যাভার্ন

শ্রীরামপুরের 'ডেন্মার্ক্ ট্যাভার্ন' আজও বহন করছে ২৩২ বছরের ইতিহাস। গঙ্গার বুকে ক্যাফের মজা উপভোগ করার এক মনোরম পরিবেশ অনেকটা কলেজ স্ট্রিটের কফি হাইসের ধাঁচেই সাজানো এই ট্যাভার্ন।তফাৎ একটাই, কফি হাউসে নেই  দিন যাপনের সুযোগ কিন্তু 'ডেন্মার্ক্ ট্যাভার্ন'- রয়েছে খাওয়াদাওয়া আর অল্পদিনের জন্য থাকবার ব্যবস্থাও। ক্যাফে ব্যালকনির পাশেই রয়েছে পাঁচটি থাকবার মত জায়গা। চলতি বছরেই যাত্রা শুরু করে এই  ক্যাফে।

সূত্রের খবর অনুযায়ী, একটি বিদেশী সংস্থার সাথে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গ পর্যটন কেন্দ্র 'ডেন্মার্ক্ ট্যাভার্ন'-এর নতুন সংস্করণের উদ্যোগ নেয়।  সংস্থাটির নামরিয়্যালদানিয়া' প্রায় পাঁচ কোটি টাকা খরচ করে ট্যাভার্নটিকে নতুন রূপে সাজিয়ে তুলেছে ডেনমার্কের এই বেসরকারি সংস্থা। এই উদ্যোগের মুখ্য পরিচালক  বাংলার সরকারি সংরক্ষণ বিশেষজ্ঞ মনীশ চক্রবর্তী এবং ডেন্মার্ক্ ন্যাশনাল মিউজিয়ামেরে অধিকারীকরা

cafe-1

'ডেন্মার্ক্ ট্যাভার্ন'- এর কাছেই অবস্থিত শ্রীরামপুরের নিশান ঘাট আর নদী পার হলেই ব্যারাকপুর ক্যান্টনমেন্ট শুরু থেকে অবস্থাগত সুবিধার জন্য রমরমিয়ে চলতে শুরু করে জায়গাটি ১৭৮৬ সালের দিকে জেমস পার নাম একজন সাহেবের উদ্যোগেই শুরু হয়েছিল এই ট্যাভার্ন সে অনেক আগের কথা বিদেশিরা দেশ ছাড়ার পর কয়েকশ বছর পর সংস্কারের অভাবে জীর্ন দশা হয়েছিল ট্যাভার্নটির এখন অবশ্য নতুন ভোলে সেই দশা একেবারেই বুঝে ওঠা সম্ভব নয়। অবসর কাটাতে শহরের নাগালে এমন মনোরম ভ্রমণস্থল নিঃসন্দেহে বিবেচ্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...