ক্লান্তিমুক্তভাবে দৌড়ান বা হাঁটুন এই রোবোটিক শর্টস পরে

শরীর ফিট সুস্থ রাখার জন্য যেটা সব থেকে বেশি দরকারী তা হলো নিয়মিত হাঁটা বা দৌড়ানো| কিন্তু এই হাঁটা বা দৌড়ানো অনেকের পক্ষে সম্ভব হয় না| সে নানা কারণে হতে পারে, শারীরিক অসুস্থতা বা ক্লান্তির জন্য| তবে আপনি কি জানেন, একটি শর্টস বা হাফ প্যান্ট আপনাকে ক্লান্তি ছাড়াই হাঁটতে বা দৌড়াতে সাহায্য করবে... অবাক হচ্ছেন? একটি প্যান্ট কি করে এটা করতে পারে?

বিজ্ঞানীরা একটি রোবোটিক সুপারহিরো স্যুট তৈরি করেছেন যেটা এক্সস্যুটনাম পরিচিত| এটি আসলে একটি রোবোটিক শর্টস যাকে এক্সশর্টসবলা যায়...

এই এক্সস্যুট বা এক্সশর্টস-এর কাজ হলো এটা পরিধান করা কালীন মানুষের এনার্জি বাড়িয়ে তাঁকে হাঁটতে বা দৌড়াতে সহায়তা করা, অর্থাৎ এই শর্টসটি পরলে হাঁটার বা দৌড়ানোর ক্ষমতা বেড়ে যাবে, অনেকটা দূরত্ব বিনা-ক্লান্তিতে হাঁটা বা দৌড়ানো যাবে

'হার্ভার্ড জন এ. পলসন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লায়েড সাইন্স' থেকে প্রকাশিত একটি নিউজ রিলিজ থেকে জানা যায় তাঁদের গবেষকরা অন্য একটি ইনস্টিটিউট যার নাম 'উইস ইনস্টিটিউট ফর বায়োলজিকালী ইন্সপায়ার্ড ইঞ্জিনিয়ারিং এন্ড দ্য ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা ওমাহা'-র  গবেষকদের সাথে মিলিতভাবে এই হালকা ওজনের এক্সস্যুটটি তৈরি করেন| এটি মূলত টেক্সটাইল উপাদান ব্যবহার করে তৈরি, এটি হাঁটাচলার সময় গেইট-স্পেসিফিক হিপ এক্সটেনশন থাকায় হাঁটতে বা দৌড়াতে সাহায্য করে| এছাড়াও এর পিছনে নিচের দিকে মোবাইল অ্যাকচুয়েশন সিস্টেম রয়েছে যা হাঁটাচলার অ্যালগরিদমের দ্বারা নিয়ন্ত্রিত হয়|

সূত্রের খবর, এই এক্সশর্টসটি পরে হাঁটলে বা দৌড়লে তা শরীরের মেটাবলিক রেটস কমিয়ে দিতে সক্ষম। হাঁটলে ৯.৩ শতাংশ আর দৌড়লে শতাংশ| এটি যেকোনো কঠিন অবস্থাতেও কাজ করে সে আপনি ট্রেডমিলে হাঁটুন বা দৌড়ান, আবার কোনো উঁচু জায়গায় উঠুন বা গতিতে দৌড়ান| তাহলে এক লহমায় ক্লান্তি দূর করতে ওয়ার্ডরোবে রাখুন এই নতুন এক্সশর্টস

এটা শেয়ার করতে পারো

...

Loading...