মহাকাশে যাচ্ছে রোবটিক টুল স্টোরেজ

নাসার পক্ষ থেকে মহাকাশে পাঠানো হচ্ছে একটি গোটা রোবট হোটেলকে| সম্প্রতি নাসার তরফ থেকে জানানো হয়েছে তারা একটি রোবট হোটেলকে মহাকাশ পাঠাচ্ছেন যা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বাইরে থাকবে| খুব শীঘ্রই পরবর্তী উত্ক্ষেপণের সময়েই পাঠানো হবে এই রোবটিক হোটেলকে| পরবর্তী উত্ক্ষেপণটি হতে চলেছে রোবটিক টুলের জন্য প্রতিরক্ষামূলক একটি স্টোরেজ সিস্টেমের| তার সাথেই একসথে মহাকাশ পাড়ি দেবে এই হোটেল যা আদতে একটি স্টোরেজ সিস্টেম|

প্রতিরক্ষামূলক এই স্টোরেজ ইউনিটটিকে স্পেস এক্স-এর ১৯তম কমার্শিয়াল রিসাপ্লাই মিশনের জন্য মহাকাশের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে আগামী বুধবার| প্রথম সদস্য হিসেবে সেখানে যাচ্ছে ‘রোবটিক এক্সটার্নাল লিক লোকেটর’ (আরএলএল)| স্পেস স্টেশনের ভিতর উত্পন্ন হওয়া গ্যাসের অস্তিত্ব খুঁজে বের করবে এই রোবটিক টুল| এদের শরীরে লাগানো থাকবে একটি করে স্পেকট্রোমিটার যা গন্ধ শুঁকেই সনাক্ত করবে বিষাক্ত গ্যাসের অস্তিত্ব| অ্যামোনিয়ার মতো গ্যাসের অস্তিত্ব খুঁজে বের করবে এই রোবটিক টুলগুলি|

নাসার তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই দুটি আরএলএল ইউনিট মহাকাশে রয়েছে| প্রথম আরএলএল ইউনিটটি পাঠানো হয়েছিল ২০১৫ সালে| পরেরটি পাঠানো হয়েছিল আগেরটির ব্যাকআপ হিসেবে কাজ করার জন্য| রোবটিক টুলের প্রতিরক্ষামূলক ইউনিটগুলি এইসব টুলকে হিট প্রদান করে এবং মহাজাগতিক রশ্মি থেকে শুরু করে মাইক্রোমেটেরয়েডস থেকে ফিজিক্যাল প্রটেকশন দিয়ে রাখে, জানিয়েছেন রোবটিক টুলের প্রতিরক্ষামূলক ইউনিটের হার্ডওয়্যার ম্যানেজার মার্ক নিউম্যান|

মার্ক নিউম্যান জানিয়েছেন, রোবটিক টুলগুলির জন্য সঠিক তাপমাত্রা ধরে রেখে তাদের কর্মক্ষমতার খেয়াল রাখবে এই স্টোরেজ সিস্টেম| নাসার তরফ থেকে জানানো হয়েছে, মহাকাশে এরকম হাউজিং ইউনিট পাঠানোতে বেশ সুবিধাই হয়েছে সকলের| এরফলে স্পেস স্টেশনের রোবটিক আর্ম ‘ডেক্সটার’-কে সনাক্ত করা এবং তাকে ধরা আগের তুলনায় অনেক সহজ হবে|  

এটা শেয়ার করতে পারো

...

Loading...