'ইভিএম' সুরক্ষিত রাখতে বদলানো হচ্ছে রবারবুশ

ভোটিং মেশিন এর সুরক্ষা নিয়ে নয়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। জানা যায় যে,ইলেকট্রনিক ভোটিং মেশিন 'ইভিএম' কে নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাই মামলা গড়িয়ে যায় সুপ্রিম কোর্টে। এহেন পরিস্থিতিতে ইভিএম-কে আরও সুরক্ষিত রাখার উদ্যোগ নিল নির্বাচন কমিশন। উক্ত বিষয়ে জানা গিয়েছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় বা অন্য কোনও কারণে ঝাঁকুনি লাগলে ইভিএম-এর যাতে কোনও ক্ষতি না-হয় সে জন্য যন্ত্রগুলিতে আরও উন্নত মানের রবার বুশ বা প্যাড লাগানোর নির্দেশ দিয়েছে তারা। তবে জানা গেছে যে, এ বার রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে ইলেকট্রনিকস কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড নির্মিত এম-থ্রি ইভিএম ব্যবহার করা হবে। এই ইভিএমগুলিতে ইতিমধ্যেই ঝাঁকুনি প্রতিরোদের জন্য রবার প্যাড লাগানো হয়েছে। কিন্তু কমিশনের বিশেষজ্ঞ কমিটি তথা টেকনিক্যাল এক্সপার্ট কমিটির বক্তব্য, ইভিএমে বেশি ঝাঁকুনি লাগলে তা খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই গত শুক্রবার পশ্চিমবঙ্গ, অসম, ঝাড়খণ্ড ও দিল্লির রাজ্য মুখ্য নির্বাচনী অফিসারদের (সিইও) নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে, ইভিএমের ব্যালট ইউনিট (বিইউ) এবং কন্ট্রোল ইউনিটগুলিতে (সিইউ) নতুন প্যাড বা বুশ লাগানো হবে।

এই বিষয়ে আরো জানা যায় যে, সংশ্লিষ্ট কেন্দ্রে ভোটের অন্তত আট দিন আগে এই বিশেষ বদলের কাজ করা হয়ে থাকবে। ওই কেন্দ্রের প্রার্থীদের অথবা তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে পুরনো প্যাড খোলা ও নতুন প্যাড লাগানোর পুরো কাজটা করা হবে।এই গোটা প্রক্রিয়াটি ভিডিয়ো ক্যামেরা বন্দিও করা হবে। যে ঘরে এই বদলের কাজ হবে, সেখানে কেউ কোনও বৈদ্যুতিন জিনিস নিয়ে ঢুকতে পারবেন না। ওই ঘর থেকে কিছু নিয়ে বেরনোও যাবে না। ঘরের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর রাখার নির্দেশ দিয়েছে কমিশন বলে জানা যায়। তবে উক্ত বিষয়ে কমিশন সূত্রে জানানো হয়, ভোটের আগে ইভিএমে এই ধরনের বদলের ফলে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তাই প্রার্থী বা তাঁর প্রতিনিধিকে স্পষ্ট করে দেখিয়ে দেওয়া হবে যে, ইভিএমে কোনও রকম বৈদ্যুতিন জিনিস যুক্ত করা হচ্ছে না এমনটাই জানা গিয়েছে।   

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...