শাহরুখ খান, রণবীর কাপুর, লিওনার্দো ডি’ক্যাপ্রিও, ব্র্যাডলি কুপার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, আবির, অনির্বাণ- নামের লিস্ট যদি বাড়ানো যায় তত, বাড়বে- তবে এই তালিকায় অবধারিতভাবে থাকবে একটি নাম হলিউড অভিনেতা টম হল্যান্ড...এঁদের সকলেরই আছে। কী আছে?
Zজেনারেশন এক কথায় উত্তর দেবে-Rizz
আপন পড়ে ভাবছেন নিশ্চয়ই Rizz ব্যাপারটা কী? খায় নাকি মাথায় দেয়?
এক কথায় রিজ বা Rizz হল রোম্যান্টিক সঙ্গীকে আকর্ষণের অন্যতম উপায়। ২০২৩ সালের সেরা হিসাবে বেছে নেওয়া হল এই শব্দকে।
সেরার হওয়ার ভোটে সিচুয়েশনশিপ, প্রম্পট, ডি-ইনফ্লুয়েন্সিং-এর মতো ৮টি শব্দ ছিল Rizz-এর প্রতিদ্বন্দ্বী। শব্দ। শেষ পর্যন্ত ৩২ হাজারেরও বেশি ভোট গিয়েছে ‘রিজ’-এর পক্ষে।
অক্সফোর্ড অভিধান অনুযায়ী, রিজ মানে আকর্ষণ বা অন্যকে মুগ্ধ করার ক্ষমতা। অনেকের মতে, ক্যারিশ্মা শব্দটিই ছোট হয়ে তৈরি হয়েছে রিজ। অক্সফোর্ডের তরফে ক্যাসপার গ্র্যাথহোল জানান, সোশাল মিডিয়ার যুগে যেভাবে শব্দগুলোও দ্রুত হয়ে উঠছে, সেই কথা মাথায় রেখেই বেছে নেওয়া হয়েছে রিজকে।
‘বাজফিড’কে ডেওয়া একটি সাক্ষাৎকারে হলিউড অভিনেতা ‘স্পাইডার ম্যান’ টম হল্যান্ড বলেছিলেন ‘তাঁর তেমন রিজ নেই’। সেই থেকেই জনপ্রিয় হয়ে ওঠে শব্দটি। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়।
অক্সফোর্ড অভিধানের প্রকাশক অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস অনুযায়ী রিজ শব্দটি style, charm, attractiveness এবং সঙ্গীকে আকর্ষণ করার ক্ষমতা হিসেবেই ব্যখ্যা করা হয়েছে।
২০২২ সালে অক্সফোর্ড অভিধানের বিচারে সেরা শব্দ নির্বাচিত হয়েছিল ‘Goblin Mode’