রিয়া গীতাঞ্জলি দুর্গাপূজা কমিটি | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

ক্লাবের সাথে সাথে পাল্লা দিয়ে এখন পুজো শুরু করেছে বিভিন্ন আবাসন সেইরকমই একটি আবাসন রিয়া গীতাঞ্জলি দুর্গাপূজা কমিটি হাজির হয়েছিল জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠানে। পুজোর আড্ডা @ জিয়ো বাংলা অনুষ্ঠানে সঞ্চালক সিঞ্চিতার সাথে উপস্থিত ছিলেন এই কমিটির প্রধান পরামর্শক ডঃ মসিউর রহমান এবং ক্লাবের সভাপতি শ্রী বিবেকানন্দ সাহা রায়

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পক্ষ থেকে প্রথমবার আয়োজন করা হচ্ছে দুর্গাপূজার। ১০০ থেকে ১২৫ টির মতো পরিবার একত্রিত হয়ে এইবছর দুর্গাপূজার আয়োজন করছে। ইতিমধ্যেই পুজো উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মহড়া শুরু করে দিয়েছে কমিটির মহিলা সদস্যরা। স্বাভাবিকভাবেই প্রথমবছর সাবেকি পুজোর আয়োজন করছে তারা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইরে থেকে কোনো শিল্পী এনে পুজো করানোতে তারা বিশ্বাসী নয়। ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই পুজোর কয়েকটিদিন অতিবাহিত করতে চান এই কমিটির সকলে।

জানা গেছে, শিল্পী বাবলু পালের থেকে এবার আনা হচ্ছে মাতৃমূর্তিচতুর্থীতেই মণ্ডপে প্রবেশ করতে চলেছে প্রতিমা। জানা গেছে, পুজোর চারদিনই ভোগের আয়োজন থাকছে। এই কদিন আবাসনের বাড়িগুলিতে রান্না বন্ধ থাকবে বলেই জানিয়েছে তারা। আবাসনের পুজো হলেও বাইরের দর্শনার্থীদের নিরাপত্তার জন্য মণ্ডপে বহাল করা হচ্ছে নিরাপত্তাকর্মীদের। এই আবাসনের পুজোটি দেখতে হলে আপনাকে পৌঁছে যেতে হবে প্রথমেই যশোর রোডে। সেখান থেকে ব্যারাকপুর বারাসত হাইওয়ের উপরে মুদিবাড়ি বাস স্টপেজের সন্নিকটে অবস্থিত এই আবাসনটি।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...