সদ্য মুক্তি পেয়েছে শিবপ্রসাদ নন্দিতা রাযের আগামি ছবি ‘কণ্ঠ’র ট্রেলার। ইচ্ছে, মুক্তধারা, বেলাশেষে, পোস্ত, হামি একের পর এক সিনেপ্রেমিকদের প্রত্যাশা বাড়িয়েই চলেছেন এই জুটি, আর এবার হাজির কন্ঠ। ট্রেলার লঞ্চের পর, ছবির বিষয়বস্তু মন কেড়েছে সিনেপ্রেমীদের। একজন রেডিও জকি, যার জীবনের সবচেয়ে বড় সম্পদ কণ্ঠের সৃজনশীলতা, হঠাৎ সেই মানুষটির যদি কণ্ঠরোধ হয়ে যায়, তবে ঠিক কতটা বিপর্যয় নামে আসতে পারে তাঁর জীবনে এই ভাবনা থেকেই শিবু-নন্দিতার ছবি ‘কণ্ঠ’র উদ্ভব। গলায় ক্যানসারে আক্রান্ত রেডিও জকি বিভূতি চক্রবর্তীর জীবন কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির গল্প। ট্রেলার মুক্তির পরই তা সারা ফেলেছে। তবে, এবার তা পৌঁছাল বলিউডে. কন্ঠের ট্রেলার দেখে মুগ্ধ হলেন ঋষি কাপুর, সম্প্রতি নিজের সোশ্যাল সাইটে ‘কণ্ঠ’র ট্রেলার শেয়ার করেছেন| এর থেকেই উস্কে উঠল জল্পনা। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে ভিন্ন মহলে উঠছে নানা রকম প্রশ্ন। তাহলে কি ঋষি কাপুর সত্যিই ক্যানসারে আক্রান্ত? এই প্রশ্নের জবাব এখনও মেলে নি।
Read Also : কর্কট রোগে আক্রান্ত বলিউডের আরেক অভিনেত্রী
https://t.co/EJHKaXDJvH Shiboprasad Mukherjee’s new movies trailer. Very impressive
— Rishi Kapoor (@chintskap) April 14, 2019