জল্পনার অবসান ঘটিয়ে আর কে স্টুডিয়ো বিক্রির কথা ঘোষনা করলেন ঋষি কপূর। এই স্টুডিওস্বপ্ন ছিল রাজ কপূরের। কপূর খানদানের সক্কলের সম্মতিক্রমেই বিক্রি হয়ে যাচ্ছে চার দশকের পুরনো এই স্টুডিয়ো। ঋষির জানান আবেগমিশে থাকলেও স্টুডিয়োর ব্যয়ভার বহন করা প্রায় অসমভব হয়ে পড়েছে। বহু সুপার-ডুপার হিট ছবির শুটিং হয়েছে এই স্টুডিয়োতে। তাদের মধ্যে অন্যতম ‘আওয়ারা’, ‘মেরা নাম জোকার’, 'ববি'-র মত ছবির। গত বছর রিয়্যালিটি শো ‘সুপার ডান্সার’ এর শুটিংয়ের সময়ে আগুন লাগে আর কে স্টুডিয়োতে। স্টুডিয়োর বেশ কিছু অমূল্য সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। নষ্ট হয়ে যায় আরকে স্টুডিয়ো। ভস্মীভূত হয় যে অভিনেত্রীরা অভিনয় করেছিলেন তাঁদের পোশাক। নার্গিস, বৈজন্তীমালা থেকে শুরু করে ঐশ্বর্য রাইদের সেই সব পোশাকের সঙ্গে সঙ্গে তাঁদের গয়নাগাটিও পুড়ে ছাই হয়ে যায়। নষ্ট হয়ে যায় ‘মেরা নাম জোকার’-এর সেই মুখোশ, ‘জিস দেশ মে গঙ্গা বহতি হ্যয়’-এর সেই বন্দুকও। ‘আওয়ারা’, ‘সঙ্গম’, ‘ববি’ এই সব ছবিতে ব্যবহৃত সেই বিরাট পিয়ানো প্রায় শেষ হয়ে যায়। তবে কবে বিক্রি হচ্ছে আর কে স্টুডিয়ো সে বিষয়টা খোলসা করেননি ঋষি কপূর।