অবশেষে জানা গেল ‘ভটভটি’র নায়ক-নায়িকার নাম। মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋষভ বসু এবং বিবৃতি চট্টোপাধ্যায়কে। ভটভটির চরিত্রে দেখা যাবে ঋষভ বসুকে। আর জলপরী এরিয়েলের ভূমিকায় দেখা যাবে বিবৃতিকে। বিবৃতি বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। ঋষভ মঞ্চ অভিনেতা। প্রায় এগারো বছর ধরে মঞ্চে অভিনয় করছেন তিনি। ব্রাত্যজন, চেতনাতে অভিনয় করেছেন তিনি। ‘মাটি’ এবং ‘মেঘনাদবধ রহস্য’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তবে, বড় চরিত্রে পর্দায় এই প্রথম অভিষেক হতে চলেছে এই অভিনেতার। দিনকয়েক আগেই সামনে এসেছে ছবির ফার্স্ট লুক সামনে এসেছে। ফার্স্ট লুক বলে দিচ্ছে আবারও এক অন্য স্বাদের ছবি উপহার দিতে চলেছেন তিনি।
পি এস এস এন্টারটেনমেন্টের সহযোগিতায় প্রমোদ ফিল্মস-এর প্রযোজনায় আসছে এই ছবি। জানা গিয়েছে একটি নির্ভেজাল ভালবাসার গল্প হতে চলেছে এই ‘ভটভটি’।
অভিনেতা হিসেবে তথাগত ছোট ও বড় পর্দার অতি পরিচিত মুখ। পরিচালক হওয়ার স্বপ্ন তাঁর বহুদিনের। গল্প লেখেন ছোটবেলা থেকেই। মনের সেই সব ভাবনা আর কল্পনাকে একে একে জনসাধারণের কাছে তুলে ধরতে চান বলে জিয়ো বাংলার প্রতিনিধিকে ‘ইউনিকর্ন’এর সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন তিনি। এবারও তাঁরই ভাবনার কিছু অংশ দর্শক পেতে চলেছেন বলে আশা করা যায়। বাকিটা সময় বলবে।
প্রসঙ্গত, ‘ইউনিকর্ন’; ভালবেসেছিলেন দর্শক। ছবিটি প্রশংসিত হয়েছে বিভিন্ন ফেস্টিভ্যালে। ‘ভটভটি’র মাধ্যমেও সেই ধারাবাহিকতা পরিচালক বজায় রাখতে পারবেন কিনা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। এই প্রশ্নটিকেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তথাগত মুখোপাধ্যায়।
বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তথাগত মুখার্জি, রজতাভ দত্ত, দীপঙ্কর দে, মমতা শঙ্কর, দেবলীনা দত্ত মুখার্জি, অনির্বাণ চক্রবর্তীকে। সংলাপ এবং চিত্রনাট্যও লিখেছেন তথাগত স্বয়ং। সঙ্গীত পরিয়াচালক ময়ূখ ভৌমিক। ২৭ অগাস্ট থেকে শুরু হবে ছবির শুটিং।